AIDSO -AIDYO এর বিক্ষোভ মিছিল এবং S.S.C কুশপুত্তলিকা দাহ

সঞ্জয় মন্ডল, কলকাতা:- বেশ কয়েক দিন ধরেই এস ,এস , সির নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল গোটা বাংলা। সাম্প্রতিক অতীতে এত বড় নিয়োগ দুর্নীতি কথা খুব একটা শোনা যায়নি বলেই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। স্বভাবতই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পর্যায় শুরু হয়ে গেছে। তমান শিক্ষা মন্ত্রী থেকে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে এই দুর্নীতির দাগ নিজের গায়ে লাগাতে চাইছেন না। প্রকাশ্যে না হলেও একে অপরের বিরুদ্ধে আড়ালে-আবডালে এই দুর্নীতির দায় চাপিয়ে দিচ্ছেন বলেই রাজনৈতিক বিশ্লেষকরা জানান। যে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি এই নিয়ে  নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে সরব হয়েছে । রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলো এই নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যাপক ভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে।  

কলকাতার কলেজ স্ট্রিটে এসএসসির মাধ্যমে নিয়োগ  হওয়া  অশিক্ষক -কর্মচারীদের নিয়োগে দুর্নীতি নিয়ে বিক্ষোভ মিছিল ও এসএসসি চেয়ারম্যান এর কুশপুত্তলিকা দাহ করা হয় AIDSO- AIDYO পক্ষ থেকে। বিক্ষোভ মিছিলের শেষে কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে এসএসসি চেয়ারম্যান এর কুশপুতুলে অগ্নিসংযোগ করেনAIDYO রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম বিশ্বাস। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেনAIDSO রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অনুরাধা ওঝা এবংAIDYO রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রিয়া ভট্টাচার্য। 

প্রিয় ভট্টাচার্য বলেন যে রাজ্যে চাকরি পাওয়ার মাপকাঠি শিক্ষাগত যোগ্যতা নয়, কাটমানি। তিনি এও বলেন যে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা চাকরি দেওয়ার নাম করে অসহায় বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আর সততার প্রতীক সেজে কাটমানির বিরুদ্ধে কথা বলছেন। এই দ্বিচারিতা দীর্ঘদিন ধরে চলতে পারেনা। 


এইদিনের এই বিক্ষোভ কর্মসূচীর মধ্যে দিয়ে এটাই তারা দাবি করছেন যে, S.S.C ,P.S.C ,WBCS নানান  চাকরির নিয়োগ সংক্রান্ত বিষয়কে দুর্নীতি মুক্ত করা এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনি জটিলতা কাটিয়ে যোগ্য ব্যক্তিদের অবিলম্বে কাজে নিয়োগ করার দাবি জানান। তিনি আরো বলেন গোটা রাজ্যে তীব্র বেকার সমস্যা নিরসনে অবিলম্বে রাজ্য সরকারের সমস্ত শুন্য পদগুলিতে পরীক্ষার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের দুর্নীতিমুক্ত ভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। 


About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.

Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Youtube : https://www.youtube.com/channel/UCSGK...

Twitter: https://twitter.com/SothikBarta

Comments

Popular posts from this blog

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি