কবি প্রণাম 
বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৯  তম জন্মদিন l এবার করোনা ভাইরাসের জন্য সারাদেশ এবং রাজ্য লকডাউন চলছে l বিধি নিষেধ চলছে যার ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন এবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হলো না কোনরকমে তার জন্মদিন পালন করা হলো পানিহাটির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় প্রাণ ছিল  l  ১৮৭২ সালে কলকাতা জুড়ে যখন ডেঙ্গু জ্বরের মহামারী দেখা দিয়েছিল সেই সময় তার হাত থেকে রক্ষা পেতে ১১ বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বাইরে পা রাখা l ১৮৭২ সালের ১৪ ই মে থেকে ৩০শে জুন পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বাইরে ছিলেন l সেটা উত্তর কলকাতার ছাতু বাবুদের যে বাগানবাড়ি পানিহাটিতে ছিল গঙ্গার পাড়ে সেখানে ছিলেন  এখানেই প্রথম তিনি সাঁতার শিখেছিলেন l  রবীন্দ্রনাথ ছাতু বাবুর বাগান বাড়ি যেটা বর্তমান নাম পেনেটি ভবন বা গোবিন্দ কুমার হোম নামে পরিচিত  l 
জোড়াসাকো,কলকাতা 
এই বাড়িতে একটানা প্রায় ৮৪ দিন কাটিয়েছিলেন তারপরে তিনি দ্বিতীয়বার পানিহাটিতে পদার্পণ করেন ৫৮ বছর বয়সে ১৯১৯ সালে মে মাসে শেষ সপ্তাহে যখন জালিওনাবাগ হত্যাকান্ড ঘটে যায় সেই সময় উনি যখন ব্যাকুল হয়ে উঠেছিলেন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সেই সময় ব্রিটিশ রা ঠিক করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দেবেন l সেই সময় ওনার মন ব্যাকুল হয়ে ওঠে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে সোজা বরানগরে প্রশান্তচন্দ্র মহলানবিশ উনার বাড়িতে আসেন উনাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পানিহাটির পেনেটি ভবনে আসেন  l এখানে ঠিক করেন উনি এই উপাধি নেবেন না তারপরে এখান থেকে ফিরে গিয়ে জোড়াসাঁকো থেকে চিঠি দেন l তৃতীয়বার রবীন্দ্রনাথ ঠাকুর পানিহাটিতে আসেন ৭২ বছর বয়সে ১৯৩৩  সালে ৫ ই মার্চ যতটুকু জানা যায় সম্ভবত এই হোম এর একটি মেয়ের বিয়েতে চতুর্থবার যখন আসেন তখন ওনার বয়স হয়েছিল ৭৩ বছর ১৯৩৪ সালের ৮ আগস্ট বাসন্তী কটন মিলের উদ্বোধন অনুষ্ঠানে  l এই উদ্বোধন অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর এর সাথে ছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ ,আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সহ আরো বিশিষ্টজনেরা রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১সালের ৩১ শে জানুয়ারি লেখা কবিতা আরোগ্য কবিতাতে পাওয়া যায় উনার ১১বছর বয়সে বালক রবীন্দ্রনাথের এই পেনেটি ভবন বা গোবিন্দ হোমের আসার স্মৃতিচারণা রবীন্দ্রনাথ ঠাকুরের এই পেনেটি ভবন বা গোবিন্দ হোম রবীন্দ্র বিজড়িত জায়গা  l এখানে এবার সেই ভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করা আর হলো না  l উনার ১১ বছর বয়সে পানিহাটিতে আসার যে কারণ যে মহামারী দেখা দিয়েছিল  ডেঙ্গু জ্বরের আর এবার করোনা ভাইরাসের মহামারীর জন্য পালন করা আর হয়ে উঠলো না পৌরসভার থেকে একটা ফ্লেক্স টাঙিয়ে আর নিচে কতগুলো মালা রেখে চলে গেলেন দায়িত্বপ্রাপ্ত পৌরসভার লোকেরা l যারা ওখানে গেছেন তারা তাদের মতন করে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পরিয়ে দিয়েছেন l  আর রবীন্দ্রনাথ একাই রয়ে গেলেন পেনেটি ভবনে আর ৩৬৫ দিনের মতন l

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো