কবি প্রণাম
বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৯ তম জন্মদিন l এবার করোনা ভাইরাসের জন্য সারাদেশ এবং রাজ্য লকডাউন চলছে l বিধি নিষেধ চলছে যার ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন এবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হলো না কোনরকমে তার জন্মদিন পালন করা হলো পানিহাটির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় প্রাণ ছিল l ১৮৭২ সালে কলকাতা জুড়ে যখন ডেঙ্গু জ্বরের মহামারী দেখা দিয়েছিল সেই সময় তার হাত থেকে রক্ষা পেতে ১১ বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বাইরে পা রাখা l ১৮৭২ সালের ১৪ ই মে থেকে ৩০শে জুন পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বাইরে ছিলেন l সেটা উত্তর কলকাতার ছাতু বাবুদের যে বাগানবাড়ি পানিহাটিতে ছিল গঙ্গার পাড়ে সেখানে ছিলেন এখানেই প্রথম তিনি সাঁতার শিখেছিলেন l রবীন্দ্রনাথ ছাতু বাবুর বাগান বাড়ি যেটা বর্তমান নাম পেনেটি ভবন বা গোবিন্দ কুমার হোম নামে পরিচিত l
জোড়াসাকো,কলকাতা |
Comments
Post a Comment