ঈদ উপলক্ষে শপিং মলে চলছে কেনাকাটা
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃআজ পবিত্র ঈদ।
আর লকডাউনেও ঈদ উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিভিন্ন শপিংমল খুলে
দেওয়া হল। গতকাল সকাল থেকেই তাই নতুন জামা কেনার ধুম লেগেছে যেন মল জুড়ে। তবে
কেনাকাটায় রাখা হয়েছে কিছু নিয়ম। মলের প্রবেশ পথে রাখা রয়েছে একটি আসন। এইভাবে
সামাজিক দূরত্ব বজায় রেখে ধাপে ধাপে রাখা একটার পর একটা আসন। কেনাকাটা করার জন্যে
মলের প্রত্যেক কাউন্টারের সামনেও রাখা রয়েছে একটি করে আসন। তার উপর দাঁড়িয়ে নিজেদের
পছন্দমত জামাকাপড় পছন করবেন ক্রেতারা। তবে কোনো জামাকাপড়ে হাত না দিয়ে ক্রেতাদের
দেখানো হচ্ছে নানা রকমের নতুন নতুন পোশাকআশাক। ভিড় সামলাতে মল জুড়ে গোনা কয়েকজন
ক্রেতা আর মলের কর্মীদের নিয়ে গতকাল থেকে খুলছে মল।

Comments
Post a Comment