ঈদ উপলক্ষে শপিং মলে চলছে কেনাকাটা
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃআজ পবিত্র ঈদ। আর লকডাউনেও ঈদ উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিভিন্ন শপিংমল খুলে দেওয়া হল। গতকাল সকাল থেকেই তাই নতুন জামা কেনার ধুম লেগেছে যেন মল জুড়ে। তবে কেনাকাটায় রাখা হয়েছে কিছু নিয়ম। মলের প্রবেশ পথে রাখা রয়েছে একটি আসন। এইভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ধাপে ধাপে রাখা একটার পর একটা আসন। কেনাকাটা করার জন্যে মলের প্রত্যেক কাউন্টারের সামনেও রাখা রয়েছে একটি করে আসন। তার উপর দাঁড়িয়ে নিজেদের পছন্দমত জামাকাপড় পছন করবেন ক্রেতারা। তবে কোনো জামাকাপড়ে হাত না দিয়ে ক্রেতাদের দেখানো হচ্ছে নানা রকমের নতুন নতুন পোশাকআশাক। ভিড় সামলাতে মল জুড়ে গোনা কয়েকজন ক্রেতা আর মলের কর্মীদের নিয়ে গতকাল থেকে খুলছে মল।
সমস্ত বিধিনিষেধ মেনেই এইভাবে মলে কেনাকাটা করতে হবে বলে মল কতৃপক্ষ জানান। শপং মলের প্রবেশ পথে পাহারায় দাঁড়িয়ে থাকা মানুষটির কাজ এখন ক্রেতাদের হাতে স্যানিটাইজার দিয়ে মাস্ক পড়ে মলে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া। লকডাউনের মধ্যেও যে ঈদ উপলক্ষে দুটো নতুন পোশাক কিনতে পারবেন। তা ভাবতেও পারেননি বলে জানালেন ক্রেতারা। এতে তারা খুব খুশি।   


Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের