।।। সঙ্কটে খাদ্য প্রদান, সেবায় রাম ঠাকুরের
শিষ্যেরা ।।।
নিজস্ব প্রতিবেদন, বেলঘরিয়াঃ চারদিনে মোট
৬৫০ জন অসহায় মানুষকে খাদ্য প্রদান করল রাম ঠাকুরের কিছু শিষ্যগণ । লকডাউন বাড়ার
সাথে সাথে বেলঘরিয়ার তরুণ পল্লী এলাকার দীনদুঃখী পরিবারের পাশে নিজেদের সাধ্যমত কিছু
খাদ্য সামগ্রী তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে
স্যানিটাইজার দিয়ে তারপর এলাকার মানুষদের হাতে তুলে দেওয়া হয় চাল,ডাল, আলু, পেঁয়াজ
, সোয়াবিন, সুজি এবং হলুদ।শ্রী শ্রী রাম ঠাকুরের আশির্বাদে নিজেদের চিন্তাভাবনায়
এলাকার কিছু করুণ মানুষদের পাশে দাঁড়াতে পেড়ে খুবই খুশি তারা। আগামীদিনেও নিজেদের
সাধ্যমত আরো কিছু সাহায্যের ব্যবস্থা করবেন তারা বলেও জানিয়েছেন।
লকডাউনে আয় বন্ধ। খাদ্যের সঙ্কটে ভুগছেন
বহু মানুষ। তাই কিছুটা তাদের পাশে দাঁড়াতে পারলে খুবই ধন্য হব। এই ভাবনায় আপ্লুত
হয়ে লকডাউনে নিজেদের আর ঘরবন্দি রাখতে না পেড়ে পথে নেমে পড়লেন রাম ঠাকুরের শিষ্যরা।
তারা নিজেদের উদ্যোগে এই সঙ্কটে এলাকার দুস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে এই কর্মসূচী
গ্রহণ করলেন। এতে খুবই খুশি এলাকাবাসীও।
Comments
Post a Comment