ম্যাক্স এবং স্যানিটাইজারের সাথে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদন,খড়দহঃ এমনিতেই লকডাউনের জেরে জর্জরিত হতে হচ্ছে রাজ্যের দিনমজুরদের।তার উপর আবার আমফানের হানা। এর ফলে একেবারে নাজেহাল হতে হচ্ছেন দিনমজুরেরা । সেই রকম কিছু সাধারণ মানুষদের পাশে দাঁড়ালেন উত্তর ২৪ পরগণা জেলার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রমজান আলি। করোনা রুখতে মাস্ক পড়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথাও জানান তিনি। লকডাউন শুরুর পর থেকেই খড়দহ দক্ষিণ পূর্ব মন্ডলের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিয়েছেন খাবার। “আমফানের পর কিছুটা নিজেদের সাধ্যমত সাহায্য করব । এটা আমাদের নৈতিক কর্তব্য” বলে জানালেন রমজান আলি। রাজ্যের ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার অনুপ্রেরণায় কলকাতা উত্তর শহরতলি জেলার সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ম্যাক্স এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। সবসময় বাইরে বেরোলে ম্যাক্স পড়ার নির্দেশও দেন তিনি।



খড়দহের পাতুলিয়া অঞ্চলের ৩০টি পরিবারে তিনি নিজে কাঁধে করে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। চাল,ডাল, আলু, পেঁয়াজ ছাড়াও চিরে মুড়ি,গুড়,চিনি, বিস্কুটের মত কিছু শুকনো খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। “আগামীদিনে প্রয়োজন হলে আরো দেব” , জানান রমজান আলি।


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো