আমফানের দাপটের শিকার কিছু পরিবারের জন্যে মধ্যাহ্নভোজের আয়োজন

নিজস্ব প্রতিবেদন,বরাহনগরঃ কখন লকডাউনে কিভাবে দিন কাটছে এলাকাবাসীর । তা জানতে ঘরে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছেন। আবার কখন আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে যাওয়া বরাহনগরের বিভিন্ন এলাকার মানুষদের সাহায্য করছেন। তারা হলেন বরাহনগর উত্তর পূর্ব মন্ডলের সদস্যরা। নিজেদের প্রচেষ্ঠায় বিজেপি নেতা রাজু সাহার উদ্যোগে কামারহাটি পৌরসভার ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের ১,২ এবং ৫ নম্বর শক্তিকেন্দ্রে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এই এলাকার সেই সব পরিবারের জন্যে এই কর্মসূচী নেওয়া হয় যারা আমফানে ঘরের চাল হারিয়েচ্ছে। ভেসে গিয়েছে ঘরের বহু জিনিস। খাদ্যের সঙ্কটের শিকার তারা অধিকাংশই।এলাকার এমন প্রায় ২০০টি পরিবারের জন্যে তাদের দুপুরের খাবারের সু-ব্যবস্থা করা হয়। একপ্রকার বলা যায় যাচাই আয়োজন ছিল। বরাহনগর বিজেপি কর্মী সুব্রত ভট্টাচার্যের সহযোগিতায় প্রচন্ড সফলতার সাথে এলাকার বিধ্বস্ত মানুষদের জন্যে খাবারের আয়োজন করতে পেরে খুব খুশি বলে জানিয়েছেন বরাহনগর উত্তর পূর্ব মন্ডলের সভাপতি রঘুনাথ মন্ডল।   


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো