প্রয়াত বলিউড জগতের গীতিকার যোগেশ গৌর
নিজস্ব প্রতিবেদন,মুম্বাইঃ হিন্দি গানের জগতে ফের ছন্দপতন। শুক্রবার সকালে বাড়িতে প্রয়াত হন বলিউডের অন্যতম খ্যাতনামা গীতিকার তথা সঙ্গীত নির্দেশক যোগেশ গৌর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।


বেশ কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গতকাল মুম্বাইতে তাঁর নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বলিউড মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিখ্যাত সঙ্গীতশিল্পী লতা মাঙ্গেসকর গীতিকার যোগেসের প্রয়াণে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। 
১৯৪৩ সালে লখনউতে জন্ম কিংবদন্তী শিল্পী যোগেশ গৌরের। মাত্র ১৬ বছর বয়সেই সিনেমা ইন্ড্রাস্টিতে আত্মপ্রকাশ ঘটে তাঁর।“আনন্দ”, “মানজিল”, “ছোটিসি বাত”, “মিলি” এর মত একটার পর একটা ছবিতে গান রচনা করেছেন তিনি। “জিন্দেগি ক্যায়সি হ্যা”, “রিমঝিম রিমঝিম” বিখ্যাত বহু গানের গীতিকার হিসেবে সকলের মনে দাগ কেটে গেছেন তিনি। বলিউড ছবির জগতে তাঁর অবদান অপরিসীম।    

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের