Posts

Showing posts from November, 2019
Image
শীত আসবে দেরিতে মনোজ দাস, কলকাতাঃ চলতি বছরে বর্ষা আসতে যেমন দেরি হয়েছিল ঠিক সেই রকমই শীতও আসছে দেরিতে । আগামী ৩ থেকে ৪ দিন পর থেকে রাজ্যে ঠাণ্ডা আসার সম্ভোবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া সূএের খবর। আজকের সর্বোচ্চ তাপমাএা রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি । এবং সর্বনিম্ন তাপমাএা রয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ রয়েছে ৯০ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাএা রয়েছে ৫০ শতাংশ ।  
Image
শীতের প্রাক্কালে কম্বল প্রদান দীপঙ্কর দত্ত, চুরুলিয়াঃ কথাতেই আছে ,বর্ষার কাথা আর শীতের ছাতা । একে অপরের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আর শীতে কম্বলই সম্বল। তাই শীত আসার আগেই সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন কম্বল তুলে দিল চুরুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু সদস্যরা। দোলন চাঁপা ফাউন্ডেশন , অমৃতম শিল্প চর্চাকেন্দ্র এবং নজরুল একাডেমী শহর গ্রন্থাগারের মিলিত উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার প্রায় ১০০ জন দুস্ত মানুষদের হাতে শীতের জন্যে নতুন কম্বল তুলে দেওয়া হয়। কখনও পড়ুয়াদের পড়াশুনার প্রয়োজনীয় সামগ্রী । আবার পূজোর নতুন পোশাক । সারা বছরই সমাজের অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ান নজরুল পরিবারের মেয়ে সোনালি কাজী । মুশকিল আশ্বান হয়ে সবসময় সকলের পাশে থাকেন তিনি। তার ছএছায়ায় রয়েছে নিরাপদ ,রয়েছে ভালোবাসা। প্রতি বছরের মত এবছরও নানা সামাজিক উদ্যোগের মধ্যেও এলাকার এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে সচেষ্ট হয়েছেন তারা। আসানসোলের চুরুলিয়ায় তার বাসভবনে এবং সমাধিস্থলে ফুল দিয়ে সাজিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এইদিনের এই অনুষ্ঠান শুরুর আগে তাঁর ছবিতে মাল্যদান করে ত...
Image
 কালিয়াগঞ্জে জয়ী তৃণমূল রেখা জয়সয়াল, উত্তর দিনাজপুরঃ কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ ৭১৬৬ ভোটে জয় লাভ করলেন। লোকসভা ভোটের নিরিখে এই বিধানসভা কেন্দ্রে কার্যত অনেকটা বিজেপি এগিয়ে থাকলেও শেষমেষ বিধানসভার এই উপনির্বাচনে তৃণমূলের বড় জয়। তপন দেব সিংহের এই জয়কে ঘিরে ইতিমধ্যে উত্তাল উন্মাদনা শুরু হয়ে গিয়েছে।
Image
জাপানী এনসেফেলাইটিস টিকাকরণ দীপঙ্কর দত্ত, কামারহাটিঃ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে এলাকাবাসীদের বিনা পয়সায় জাপানী এনসেফেলাইটিস টিকাকরণের ব্যবস্থা করা হয়। দু’মাস ধরে চলবে এই টিকাকরণ প্রক্রিয়া। পৌরসভার স্বাস্থ্যবিভাগে কেবলমাএ এই পৌরসভার অধীনে থাকা বাসিন্দাদের ১৫ থেকে ৬৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে। সোমবার প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পৌরসভার পৌর পারিষদ শ্রী বিমল সাহা এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য ডাক্তাররা এই টিকাকরণের উদ্যোগের সূচনা করেন । জাতি-বর্ণ নির্বিশেষে সকলকে এইদিন এই টিকা দেওয়াও হয় । এইদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান শ্রী গোপাল সাহা এবং বিভিন্ন বিভাগের বিশেষঞ্জ ডাক্তাররা। কামারহাটি পৌরসভার সক্রিয় স্বাস্থ্য আধিকারীক ডঃ প্রদ্বীপ কুমার নাথ এইদিন মানব শরীরে এই টিকাকরণের সুবিধা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে স্থাণীয় বাসিন্দাদের জানান ।
Image
উন্নয়নের নামে অরাজকতা বিশ্বদীপ নন্দী , দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নের কাজে বাঁধা দিচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় এবং পূর্ত কর্মাধক্ষ্য মফিজ্জুদ্দিন মিঞা। শুক্রবার বালুরঘাট জেলাপরিষদে এক সাংবাদিক সম্মেলনে তারা জানান যে , এই অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যে । অপরদিকে মুখ্যমন্ত্রী জেলার উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করার পর জেলা শাসক নিখিল নির্মল, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অর্পিতা ঘোষ সহ জেলা পরিষদের ভারপ্রাপ্ত আধিকারীকরা মিলে জেলায় আটকে থাকা বিভিন্ন উন্নয়নমুলক কাজ দ্রুত চালু করতে বৈঠক করেন।   তার ঠিক দুই দিনের মধ্যেই জেলা পরিষদের সহ সভাধিপতির নেতৃত্বে উন্নয়নের জন্যে টেন্ডারিং এর কাজ শুরু করে দিলো জেলা পরিষদ। শাসক এবং বিরোধীদের দোষারোপ এবং তার পাল্টা দোষারোপে জেলার উন্নয়ন কতটা সফল হবে সে বিষয়ে এখন উঠছে নানা প্রশ্ন।
Image
শিশু দিবসে শিক্ষিকার নাচ সরণবী বোস, সিকিমঃ উপযুক্ত হারে বেতন বাড়ানোর দাবি নিয়ে রাজ্য জুড়ে প্রাথমিক পার্শ্বশিক্ষিকাদের অনশন চললেও সিকিমের এক সরকারি স্কুলের চিএটি সম্পূর্ণ আলাদা।   শিশু দিবস উপলক্ষ্যে সিকিমের মেল্লি গভর্মেন্ট স্কুলে পালিত হল এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের রাষ্ট্রবিঞ্জানের শিক্ষিকা মিস সেরিং ডোমা ভুটিয়া বাজিরাও মাসতানী ছবি থেকে রানবীর সিঙ্গের গানে নাচলেন। এই পারফর্মেন্সে স্কুলের ছাএরাও অংশ নেয়। ম্যাডামের এই নাচে স্কুলের শিশু দিবসের অনুষ্ঠান বেশ জমে উঠেছিল । 
Image
আমরা করবো জয়   অনিন্দিতা চক্রবর্তী, বিরাটি, ১৫ই নভেম্বরঃ শারিরীক সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে রেখে পালন করা হল শিশু দিবস। উত্তর ২৪ পরগনা জেলার বিরাটির লিডিং হিউম্যানিটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সাথে সারাদিন ধরে নাচ গান আড্ডা আর খাওয়াদাওয়ায় জমে উঠল এইদিনের এই অনুষ্ঠান। এই সংগঠনের সদস্যরা মিলে সান্তাক্লসের মত প্রচুর উপহার তুলে দেয় এই বাচ্চাগুলোর হাতে । সমাজের আর পাঁচটা বাচ্চাদের থেকে তারাও কিন্তু কিছু কম যায় না। তারাও পারে জয় করতে। তারই নজির তৈরি করল শারীরিকভাবে পিছিয়ে পড়া এই শিশুরা।  এই শিশুদের নাচ ও গানের জন্য সুযোগ দেওয়া হক এরা অনেক ভালো প্রতিযোগী । ওরা অনেক জায়গায় পুরুস্কার প্রাপ্ত ।
Image
চোর সন্দেহে গণপিটুনি অনিন্দিতা চক্রবর্তী , মালদা , ২০শে নভেম্বরঃ মঙ্গলবার নালাগোলা থেকে মালদা যাওয়ার সুপারফাস্ট বাসে  শিশু চোর সন্দেহে বছর ৪৫ এর এক মহিলাকে আটক করা হয়। ঘটনাটি ঘটে সন্ধ্যে  ৮টা নাগাদ । দুটি বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মানসিক ভারসাম্যহীন এই মহিলাটিকে শিশু চোর সন্দেহে চলন্ত বাসেই গণপিটুনি দেওয়া হয় । ঘটনাটিকে ঘিরে বাসে এক চাঞ্চল্যের সৃষ্টি হয় । বেশ খানিকক্ষণ পরে তারাশঙ্কর চ্যারিটি নামক মালদার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হেল্পলাইনে ফোন করে জানালে তারা ইংরেজবাজার থানার সহায়তায় মালদার রথবাড়ি এলাকার একটি Indian Oil পেট্রোল পাম্প থেকে বাসটি সহ মহিলাটিকে উদ্ধার করে । সংগঠনের সদস্যরা বেশ খানিকক্ষন  জিজ্ঞাসাবাদ করে মহিলাটির শশুরবাড়ি সম্পর্কে জানতে পারে। সূএের খবর, মালদার গোপালগঞ্জ এলাকার বাহান্নকুড়ি গ্রামের বাসিন্দা সীমা বিশ্বাস সোমবার থেকে নিখোঁজ ছিলেন । চার সন্তানের মা সীমা দেবী মানসিক রোগাক্রান্ত ছিলেন । তাই বাচ্চাদের ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে বাড়ি ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলেন । তাঁর জেরেই ঘটে এই বিপত্তি। বাসের যাত্রীরা অনুমান করছিল, মহিলাটি এক...
Image
NRC   – র বিরোধিতায় পথসভা মনোজ দাস ,বেলঘরিয়া, ১৯শে নভেম্বরঃ ভারতের কমিউনিস্ট পার্টি মাক্সবাদী দলের পক্ষ থেকে বেলঘরিয়ায় টেক্সম্যাকোর অন্তর্গত দেশপ্রিয় নগর ৬ নং শাখার উদ্যোগে এন আর সি নিয়ে    টিমস কারখানা সামনে এক পথসভার আয়োজন করা হয়। দেশের নাগরিকত্ব প্রমাণের ক্ষেএে  NRC   র আলাদা করে প্রয়োজন নেই বলে এইদিনের এই সভায় আলোচনা করা হয় । টিমস কারখানা সামনে গণশক্তি বোর্ড উদ্বোধন করেন বিধায়ক মানস মুখার্জি ।  এইদিনের এই পথসভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভার বিধায়ক মানস মুখার্জি , ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক শ্রী সায়ন দ্বীপ মিএ, সি পি আই এম দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদক শ্রী প্রদীপ মজুমদার এবং দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ৮ই নভেম্বর  SITU   এবং  CPIM  এর যৌথ উদ্যোগে ডাকা বনধের কথাও ঘোষণা করা হয় এই সভায় ।
Image
উদ্যোগ উদ্যোগীর চারে পা।।। নিজস্ব প্রতিবেদন, ১২ই সেপ্টেম্বর, বেলঘরিয়াঃ ৩ বছর পেরিয়ে চারে পা ফেললো উদ্যোগ উদ্যোগী স্বেচ্ছাসেবী সংগঠন। আজ তারই প্রতিষ্ঠা দিবস। নানা প্রতিকুলতা পেরিয়ে এতো দিনের পথচলা শুরু হয়েছিলো ১০ জনকে নিয়ে। আজ তা বেড়ে দাড়িয়েছে ২৫ জন সদস্যতে। এই সংগঠনের সকল সদস্য মিলে কেক কেটে ৪ বছরের যাত্রাপথকে উৎযাপন করেন।
Image
গান্ধীর জন্মদিবসে পোশাক বিতরণ মনোজ দাস ,বেলঘরিয়া, ১৯শে নভেম্বরঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০২তম জন্মদিবস উপলক্ষ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া ডি পি নগর বিভা মোড়ে কামারহাটি পৌরসভার ২২, ২৩, ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডের সন্মিলিত উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয় । ইন্দিরা গান্ধীকে মাল্যদান করে এইদিনের এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর আদর্শ মেনে এলাকার প্রায় ২৫ জন দুস্ত বয়ষ্ক মানুষদের সম্বোর্ধনার সাথে নতুন শীত বস্ত্র এবং কম্বল তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় ।        এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলঘরিয়া শহর কংগ্রেসের সভাপতি কল্লোল মুখোপাধ্যায় , কংগ্রেসের জেলা সম্পাদক অপূর্ব সরকার , কংগ্রেস মানবাধিকার সেল তথা বরাহনগর কামারহাটি বিধানসভা কেন্দ্রের সভাপতি   সোমনাথ সরকার এবং কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। NRC র বিরোধিতা করে এইদিনের এই অনুষ্ঠানে মন্তব্য করেছেন সোমনাথ সরকার।    প্রতি বছরের মত এবছরেও গান্ধী মতাদর্শ অনুযায়ী সমাজের অভাব দূর করার ল...
Image
সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিজস্ব প্রতিবেদন , ১৮ই নভেম্বর, সোদপুরঃ উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা থানার পাশ্ববর্তী এলাকায় শাসক দলের হামলায় বেশ কিছু বিজেপি কর্মী আহত হন। সেই ঘটনার এখনও কোনো তদন্ত হয়নি। কাউকে এখনও গ্রেপ্তার করাও হয়নি । তার জেরে পশ্চিম পাণিহাটি মন্ডলের সভাপতি তুফান দের নেতৃত্বে রবিবার সকাল থেকে সোদপুর ট্রাফিক মোড় থেকে ঘোলা থানা পর্যন্ত এই বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।         এদিনের এই মিছিলের উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং , বিজেপির জেলা সভাপতি কিশোর কর, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রমজান আলি , রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন দত্ত এবং দলীয় অন্যান্য নেতা ও কর্মীরা ।        এদিনের এই মিছিলে বিজেপি দলের কর্মীদের গুরুতর আঘাত করার পিছনে তৃণমূলের সন্ত্রাস দায়ী বলে দাবি উঠেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিজেপি কর্মী এদিন এই মিছিলে যোগদান করেন। এদিনের এই মিছিলে   রাজ্য সরকারকে কটাক্ষ করে ধিক্কার শ্লোগানও তোলা হয় ।
Image
শিশু দিবসে ভুরি ভোজ   তারাশঙ্কর রায় , শ্রীরামপুর , ১৮ই নভেম্বরঃ পেটের জোগান দিয়ে পালিত হল শিশু দিবস। প্রত্যেক শিশুর মধ্যেই থাকে বড় হওয়ার সম্ভাবনা । কিন্তু সেই বেড়ে ওথার পথে বাধা হয়ে দাঁড়ায় অভাব । দু মুঠো ভাত ঠিক মত জোটে কি না সন্দেহ । নিজেদের পকেটমানি থেকে কিছু টাকা দিয়ে হবিবপুর ব্লকের শ্রীরামপুরের রাজারপাঠ এলাকার এমনই অসহায় ১৬০ জন পরিবারের বাচ্চাদের মুখে রাতের খাবার তুলে দিল তারাশঙ্কর চ্যারিটি   স্বেচ্ছাসেবী সংগঠন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পরিবারের বাচ্চাদের সাথে পরিবারের সদস্যদেরও রাতের খাবার দেওয়া হয়।   এই সংগঠনের প্রচেষ্টায় সকলকেই তৃপ্তিভাবে খাওয়াতে পেরেছেন তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। এদের এই উদ্যোগে সামিল হয়েছেন হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জী এবং সংগঠনের সকল সদস্যরা । আগামী দিনেও এইভাবে পিছিয়ে পড়া সমাজের পাশে থেকে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার জানায় তারাশঙ্কর চ্যারিটি সংগঠন । 
Image
দিদিকে বলো অভিযান দীপঙ্কর দত্ত, ১৮ই নভেম্বর, কামারহাটিঃ রাজ্যবাসীর প্রতি সচেতনতা বাড়াতে সকলের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসাবে বাংলায় চালু করা হয়েছে দিদিকে বলো কর্মসূচী। সেই উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে জোরকদমে চলছে তারই প্রচারের কাজ। কামারহাটি তৃণমূল যুব কংগ্রেসের কার্যকারী সদস্য বিভাস দে এর উদ্যোগে গুরু নানকের জন্মদিবসে সকাল থেকে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ডি.পি. নগরে এই কর্মসূচী পালনের অভিযান শুরু হয় । বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা নিজের ওয়ার্ডের লোকেদের বাড়ি সরাসরি গিয়ে গিয়ে এই অভিযান চালিয়েছেন । সারা মাসব্যাপী রাস্তায় রাস্তায় ঘুরে চলে এই প্রচারের কাজ । দিদিকে বলো কর্মসূচী নিয়ে এলাকাবাসীকে অবগত করতে তাদের হাতে দিদিকে বলোর কার্ডও বিলি করা হয় । এই কর্মসূচী নিয়ে প্রচারের মধ্যেও স্থাণীয় মানুষদের অসুবিধা, এমনকি চাহিদার কথাও শোনেন দলীয় কর্মীরা । এদিনের এই কর্মসূচী নিয়ে নির্দেশিত দলীয় ৫জন সদস্যের বাড়িতে গিয়ে খোলাখুলি মতামতও জেনেছেন তারা।

Press Conferance about Shraboner Dhara Bengali Movie

Image
শ্রাবণের ধারা অনিন্দিতা চক্রবর্তী, ১৩ই নভেম্বর, নন্দনঃ   আজকের প্রজন্মের সমস্যা এবং পুরানো প্রজন্মের সাথে সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে তৈরী করা হয়েছে শ্রাবণের ধারা বাংলা চলচ্চিত্র । সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ এর পরিচালিত এই চলচ্চিএের মাধ্যমে   এমন লোকদের গল্পও তুলে ধরা হয়েছে যাঁরা অ্যালজাইমার   রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত রোগীদের যত্ন নেন যারা তাদের চরিএগুলো ও এই ছবিতে তুলে ধরা হয়েছে । এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সৌমিএ চ্যাটার্জী , গার্গী রায় চৌধুরী , পরমব্রত চ্যাটার্জী । আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে এই চলচ্চিএটি ।