Press Conferance about Shraboner Dhara Bengali Movie

শ্রাবণের ধারা
অনিন্দিতা চক্রবর্তী, ১৩ই নভেম্বর, নন্দনঃ  আজকের প্রজন্মের সমস্যা এবং পুরানো প্রজন্মের সাথে সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে তৈরী করা হয়েছে শ্রাবণের ধারা বাংলা চলচ্চিত্র । সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ এর পরিচালিত এই চলচ্চিএের মাধ্যমে  এমন লোকদের গল্পও তুলে ধরা হয়েছে যাঁরা অ্যালজাইমার  রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত রোগীদের যত্ন নেন যারা তাদের চরিএগুলো ও এই ছবিতে তুলে ধরা হয়েছে এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সৌমিএ চ্যাটার্জী , গার্গী রায় চৌধুরী , পরমব্রত চ্যাটার্জী আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে এই চলচ্চিএটি । 
     

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো