সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদন , ১৮ই নভেম্বর, সোদপুরঃ উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা থানার পাশ্ববর্তী এলাকায় শাসক দলের হামলায় বেশ কিছু বিজেপি কর্মী আহত হন। সেই ঘটনার এখনও কোনো তদন্ত হয়নি। কাউকে এখনও গ্রেপ্তার করাও হয়নি । তার জেরে পশ্চিম পাণিহাটি মন্ডলের সভাপতি তুফান দের নেতৃত্বে রবিবার সকাল থেকে সোদপুর ট্রাফিক মোড় থেকে ঘোলা থানা পর্যন্ত এই বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। 
       এদিনের এই মিছিলের উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং , বিজেপির জেলা সভাপতি কিশোর কর, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রমজান আলি , রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন দত্ত এবং দলীয় অন্যান্য নেতা ও কর্মীরা


       এদিনের এই মিছিলে বিজেপি দলের কর্মীদের গুরুতর আঘাত করার পিছনে তৃণমূলের সন্ত্রাস দায়ী বলে দাবি উঠেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিজেপি কর্মী এদিন এই মিছিলে যোগদান করেন। এদিনের এই মিছিলে  রাজ্য সরকারকে কটাক্ষ করে ধিক্কার শ্লোগানও তোলা হয় ।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো