দিদিকে বলো অভিযান
দীপঙ্কর দত্ত, ১৮ই নভেম্বর, কামারহাটিঃ রাজ্যবাসীর
প্রতি সচেতনতা বাড়াতে সকলের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসাবে বাংলায় চালু করা
হয়েছে দিদিকে বলো কর্মসূচী। সেই উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি পৌরসভার
অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে জোরকদমে চলছে তারই প্রচারের কাজ। কামারহাটি
তৃণমূল যুব কংগ্রেসের কার্যকারী সদস্য বিভাস দে এর উদ্যোগে গুরু নানকের জন্মদিবসে
সকাল থেকে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ডি.পি. নগরে এই কর্মসূচী পালনের অভিযান
শুরু হয় । বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা নিজের ওয়ার্ডের লোকেদের বাড়ি সরাসরি গিয়ে
গিয়ে এই অভিযান চালিয়েছেন । সারা মাসব্যাপী রাস্তায় রাস্তায় ঘুরে চলে এই প্রচারের
কাজ। দিদিকে
বলো কর্মসূচী নিয়ে এলাকাবাসীকে অবগত করতে তাদের হাতে দিদিকে বলোর কার্ডও বিলি করা
হয় । এই
কর্মসূচী নিয়ে প্রচারের মধ্যেও স্থাণীয় মানুষদের অসুবিধা, এমনকি চাহিদার কথাও
শোনেন দলীয় কর্মীরা। এদিনের
এই কর্মসূচী নিয়ে নির্দেশিত দলীয় ৫জন সদস্যের বাড়িতে গিয়ে খোলাখুলি মতামতও জেনেছেন
তারা।
Comments
Post a Comment