শিশু দিবসে ভুরি
ভোজ
তারাশঙ্কর রায় ,
শ্রীরামপুর , ১৮ই নভেম্বরঃ পেটের জোগান দিয়ে পালিত হল শিশু দিবস। প্রত্যেক শিশুর
মধ্যেই থাকে বড় হওয়ার সম্ভাবনা । কিন্তু সেই বেড়ে ওথার পথে বাধা হয়ে দাঁড়ায় অভাব ।
দু মুঠো ভাত ঠিক মত জোটে কি না সন্দেহ । নিজেদের পকেটমানি থেকে কিছু টাকা দিয়ে হবিবপুর
ব্লকের শ্রীরামপুরের রাজারপাঠ এলাকার এমনই অসহায় ১৬০ জন পরিবারের বাচ্চাদের মুখে
রাতের খাবার তুলে দিল তারাশঙ্কর চ্যারিটি স্বেচ্ছাসেবী
সংগঠন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পরিবারের বাচ্চাদের সাথে পরিবারের সদস্যদেরও রাতের
খাবার দেওয়া হয়।
এই সংগঠনের
প্রচেষ্টায় সকলকেই তৃপ্তিভাবে খাওয়াতে পেরেছেন তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। এদের
এই উদ্যোগে সামিল হয়েছেন হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জী এবং সংগঠনের সকল
সদস্যরা । আগামী দিনেও এইভাবে পিছিয়ে পড়া সমাজের পাশে থেকে তাদের এগিয়ে নিয়ে
যাওয়ার অঙ্গীকার জানায় তারাশঙ্কর চ্যারিটি সংগঠন ।
Comments
Post a Comment