NRC – র বিরোধিতায় পথসভা
মনোজ দাস ,বেলঘরিয়া, ১৯শে নভেম্বরঃ ভারতের কমিউনিস্ট পার্টি মাক্সবাদী দলের পক্ষ থেকে বেলঘরিয়ায় টেক্সম্যাকোর অন্তর্গত দেশপ্রিয় নগর ৬ নং শাখার উদ্যোগে এন আর সি নিয়ে টিমস কারখানা সামনে এক পথসভার আয়োজন করা হয়। দেশের নাগরিকত্ব প্রমাণের ক্ষেএে NRC র আলাদা করে প্রয়োজন নেই বলে এইদিনের এই সভায় আলোচনা করা হয় । টিমস কারখানা সামনে গণশক্তি বোর্ড উদ্বোধন করেন বিধায়ক মানস মুখার্জি। এইদিনের এই পথসভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভার বিধায়ক মানস মুখার্জি , ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক শ্রী সায়ন দ্বীপ মিএ, সি পি আই এম দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদক শ্রী প্রদীপ মজুমদার এবং দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ৮ই নভেম্বর SITU এবং CPIM এর যৌথ উদ্যোগে ডাকা বনধের কথাও ঘোষণা করা হয় এই সভায় ।
Comments
Post a Comment