শীতের প্রাক্কালে কম্বল প্রদান
দীপঙ্কর দত্ত, চুরুলিয়াঃ কথাতেই আছে ,বর্ষার
কাথা আর শীতের ছাতা । একে অপরের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আর শীতে কম্বলই
সম্বল। তাই শীত আসার আগেই সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন কম্বল
তুলে দিল চুরুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু সদস্যরা। দোলন চাঁপা ফাউন্ডেশন ,
অমৃতম শিল্প চর্চাকেন্দ্র এবং নজরুল একাডেমী শহর গ্রন্থাগারের মিলিত উদ্যোগে এক
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার প্রায় ১০০ জন দুস্ত মানুষদের হাতে শীতের
জন্যে নতুন কম্বল তুলে দেওয়া হয়। কখনও পড়ুয়াদের পড়াশুনার প্রয়োজনীয় সামগ্রী । আবার
পূজোর নতুন পোশাক । সারা বছরই সমাজের অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ান নজরুল
পরিবারের মেয়ে সোনালি কাজী । মুশকিল আশ্বান হয়ে সবসময় সকলের পাশে থাকেন তিনি। তার
ছএছায়ায় রয়েছে নিরাপদ ,রয়েছে ভালোবাসা। প্রতি বছরের মত এবছরও নানা সামাজিক
উদ্যোগের মধ্যেও এলাকার এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে সচেষ্ট হয়েছেন তারা।
আসানসোলের চুরুলিয়ায় তার বাসভবনে এবং সমাধিস্থলে ফুল দিয়ে সাজিয়ে তার প্রতি
শ্রদ্ধা জানানো হয়। এইদিনের এই অনুষ্ঠান শুরুর আগে তাঁর ছবিতে মাল্যদান করে তাঁরই
লেখা গানের মাধ্যমে শুরু করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
অভিনেতা শ্যামল দত্ত, সুবীর দাসগুপ্ত, কাজী নজরুলের ভাইপো কাজী রেজাউল করিম এবং
সংগঠনের অন্যান্য সদস্যরা । আগামী দিন ও এই ভাবে অসহায় মানুষদের পাশে থাকার ইচ্ছে
নিয়ে এগিয়ে চলেছেন এই সংগঠনের সদস্যগুলো ।
Comments
Post a Comment