জাপানী এনসেফেলাইটিস টিকাকরণ
দীপঙ্কর দত্ত, কামারহাটিঃ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে এলাকাবাসীদের বিনা পয়সায় জাপানী এনসেফেলাইটিস টিকাকরণের ব্যবস্থা করা হয়। দু’মাস ধরে চলবে এই টিকাকরণ প্রক্রিয়া। পৌরসভার স্বাস্থ্যবিভাগে কেবলমাএ এই পৌরসভার অধীনে থাকা বাসিন্দাদের ১৫ থেকে ৬৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে।
সোমবার প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পৌরসভার পৌর পারিষদ শ্রী বিমল সাহা এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য ডাক্তাররা এই টিকাকরণের উদ্যোগের সূচনা করেন । জাতি-বর্ণ নির্বিশেষে সকলকে এইদিন এই টিকা দেওয়াও হয় । এইদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান শ্রী গোপাল সাহা এবং বিভিন্ন বিভাগের বিশেষঞ্জ ডাক্তাররা।
কামারহাটি পৌরসভার সক্রিয় স্বাস্থ্য আধিকারীক ডঃ প্রদ্বীপ কুমার নাথ এইদিন মানব শরীরে এই টিকাকরণের সুবিধা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে স্থাণীয় বাসিন্দাদের জানান ।



Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো