গান্ধীর
জন্মদিবসে পোশাক বিতরণ
মনোজ দাস
,বেলঘরিয়া, ১৯শে নভেম্বরঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০২তম
জন্মদিবস উপলক্ষ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া
ডি পি নগর বিভা মোড়ে কামারহাটি পৌরসভার ২২, ২৩, ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডের সন্মিলিত
উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয় । ইন্দিরা গান্ধীকে মাল্যদান করে এইদিনের এই
অনুষ্ঠানের সূচনা করা হয়। এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর আদর্শ মেনে এলাকার
প্রায় ২৫ জন দুস্ত বয়ষ্ক মানুষদের সম্বোর্ধনার সাথে নতুন শীত বস্ত্র এবং কম্বল
তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় ।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন বেলঘরিয়া শহর কংগ্রেসের সভাপতি কল্লোল মুখোপাধ্যায় , কংগ্রেসের জেলা সম্পাদক
অপূর্ব সরকার , কংগ্রেস মানবাধিকার সেল তথা বরাহনগর কামারহাটি বিধানসভা কেন্দ্রের
সভাপতি সোমনাথ সরকার এবং কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। NRC র বিরোধিতা করে এইদিনের এই অনুষ্ঠানে মন্তব্য করেছেন সোমনাথ
সরকার।
প্রতি বছরের মত এবছরেও গান্ধী মতাদর্শ অনুযায়ী
সমাজের অভাব দূর করার লক্ষ্যে এলাকায় আর্থিক ভাবে পিছিয়ে থাকার মানুষের পাশে থেকে
তাদের মুখে হাসি ফোটানোর ইচ্ছা প্রকাশ করেছেন দলীয় কর্মীরা।
Comments
Post a Comment