উন্নয়নের নামে অরাজকতা
বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নের কাজে বাঁধা দিচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় এবং পূর্ত কর্মাধক্ষ্য মফিজ্জুদ্দিন মিঞা। শুক্রবার বালুরঘাট জেলাপরিষদে এক সাংবাদিক সম্মেলনে তারা জানান যে, এই অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যে ।
অপরদিকে মুখ্যমন্ত্রী জেলার উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করার পর জেলা শাসক নিখিল নির্মল, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অর্পিতা ঘোষ সহ জেলা পরিষদের ভারপ্রাপ্ত আধিকারীকরা মিলে জেলায় আটকে থাকা বিভিন্ন উন্নয়নমুলক কাজ দ্রুত চালু করতে বৈঠক করেন।  তার ঠিক দুই দিনের মধ্যেই জেলা পরিষদের সহ সভাধিপতির নেতৃত্বে উন্নয়নের জন্যে টেন্ডারিং এর কাজ শুরু করে দিলো জেলা পরিষদ। শাসক এবং বিরোধীদের দোষারোপ এবং তার পাল্টা দোষারোপে জেলার উন্নয়ন কতটা সফল হবে সে বিষয়ে এখন উঠছে নানা প্রশ্ন।




Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের