Posts

Showing posts from September, 2020

আমি ট্রেন্ড ফলো করি না, তৈরি করি

Image
  নিজস্ব প্রতিবেদন, ১৮ই সেপ্টেম্বর,২০২০:  প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। গতকাল কড়েয়ার ব্রডস্ট্রিটের বাড়ির বাথরুমের সামনে থেকে উদ্ধার করা হয়েছে তাঁর মৃতদেহ। তবে বলাই যায়, শর্বরী দত্তের মৃত্যুটি অস্বাভাবিক। কারণ ঠিক স্পষ্ট না হলেও অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তা পারিপাশ্বিক তথ্যের অসঙ্গির থেকে বলা যায়। তাঁর মৃত্যুর সঠিক কারণ নিয়ে তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার দুঁদে কর্তারা। ইতিমধ্যেই কড়েয়া থানার পুলিশ ময়নাতদন্তের জন্যে শর্বরী দত্তের মৃতদেহ নিয়ে গিয়েছে। পুলিশের অনুমান, ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে পরিবারের সাথে কথা বলার পরে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, সেখানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। ক্রমশই সন্দেহ দানা বাঁধছে।  পরিবার সূত্রে জানানো হয়েছে যে, হরমোনাল মেডিসিন নিতেন। সেই ওষুধের ওভার ডোজ হয়ে যাওয়ার ফলে মাথা ঘুরে বাথরুমে পড়ে যান শর্বরী দত্ত। তখনই ওখানে পড়ে গিয়ে হৃদরোগাক্রান্ত হয়ে মারা যান। পারিবারিক ডাক্তার অমল ভট্টাচার্যকে খবর দেওয়া হলে তিনি এসে শর্বরী দত্তের একটি ডেথ সার্টিফিকেট লিখে দেন।  এই ক্ষেত্রে উঠছে প্রশ্ন। শর্বরী দত্তের মৃত্যুর...

রাস্তার মোড়ে ফ্লেক্স টাঙানো , বিজ্ঞপ্তি কার নির্দেশে???

Image
বলোরাম বোস, সোদপুরঃ    বেশ কিছুদিন হল সোদপুর ট্রাফিক মোড়ে একটি ফ্লেক্স লাগানো হয় যাতে লেখা ১০ টনের বেশি যাত্রীবাহী অথবা পণ্যবাহী কোন যান চলাচল করা যাবে না । ফ্লেক্সটির মধ্যে কোন দপ্তরের নাম নেই । তাহলে  ফ্লেক্সটি   কাদের লাগালো ??? - প্রশ্ন উঠছে এখানেই ।  ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে না কি পিডব্লিউডি দপ্তরের পক্ষ থেকে না কি পানিহাটি পৌরসভার পক্ষ থেকে ? কারা এই  ফ্লেক্স টি লাগিয়েছেন বা কোন দপ্তর এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন । উঠছে প্রশ্ন।  আচার্য প্রফুল্ল চন্দ্র রায় , উড়ালপুল মানে সোদপুর উড়ালপুল এটি। এই উড়ালপুল দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে যশোর রোড, এন এইচ 34 যোগাযোগ হয় । অপরদিকে মধ্যমগ্রাম ব্রিজে হাইট বার লাগানো হয়েছে । যার ফলে ওই ব্রিজ দিয়ে বড় গাড়ি যাতায়াত করতে পারবে না । উত্তরবঙ্গ থেকে যে সমস্ত পণ্যবাহী গাড়ি কলকাতার দিকে আসবে তবে তারা কোন উড়ালপুল দিয়ে ডানলপ বা কলকাতার দিকে যাবে । এই ব্রিজ দুটি বন্ধ থাকার জন্য পণ্যবাহী গাড়ি বা ১০টনের বেশি ওজনের গাড়ি এই ব্রিজ দিয়ে যদি যেতে না পারে তবে তাদেরকে অনেক বেশি কিলোমিটার ঘুরে যেতে হ...

ভাঙা রাস্তার বিরুদ্ধে বাম-কংগ্রেসের প্রতিবাদ সভা

Image
বলোরাম বোস, আগরপাড়াঃ    ছয় দফা দাবি সহ অবিলম্বে আগরপাড়া স্টেশন থেকে আগরপাড়া পূর্বদিকের স্টেশন রোডের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ ও গন কনভেনশন সংগঠিত করল পানিহাটি বামফ্রন্ট এবং পানিহাটি জাতীয় কংগ্রেস। বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে ৭ দফা দাবিতে আগরপাড়া পূর্বদিকে গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাটি আগরপাড়া স্টেশন থেকে শুরু হয় বটতলা এবং একটার দিকে চলে গেছে ঘোলা পুরোনো পোস্ট অফিস ঘোলা বাসস্ট্যান্ড আর অপরটি নিমতা নন্দন নগর দিকে চলে গেছে । আগরপাড়া পূর্ব দিকে বটতলা বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার এবং তার সাথে আগরপাড়া বটতলা অঞ্চলে বড় চারটে উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে এবং ইংলিশ মিডিয়াম প্রাইভেটে স্কুল রয়েছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন রয়েছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে । এই রাস্তাটা রাস্তা না খাটাল বোঝা মুশকিল হয়ে যাচ্ছে । অটো, টোটো এই রাস্তা দিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটছে এবং গাড়ির ক্ষতি হচ্ছে এই গুরুত্বপূর্ণ রাস্তা এটি অবিলম্বে সংস্কারের দাবি সহ পানিহাটি শ্মশান ঘাট অবিলম্বে সংস্কার করে তা চালু করা হয়। প্রত্যেকদিন জঞ্জাল উঠছে রাস্তা এবং অঞ্চল জঞ্জালমুক্ত কর...

বন্ধ করে দেওয়া হলো পিডব্লিউডি রোড থেকে বিটি রোড স্ট্যাটিস্টিকাল পর্যন্ত নতুন ব্রিজ

Image
বলোরাম বোস, ডানলপঃ    ডানলপ মোড়ে  পিডব্লিউডি রোড থেকে বিটি রোড স্ট্যাটিস্টিকাল পর্যন্ত নতুন ব্রিজ আবার বন্ধ করে দেওয়া হলো  পিডব্লিউডি  দপ্তর । স্ট্যাটিস্টিকালের দিক থেকে ডানলপ মোড়ের দিকে বিটি রোডের উপরে ৬ এবং ৭ নম্বর পিলার পর্যন্ত ভগৎ সিং এর মূর্তির সামনে পিলারে গার্ডার নষ্ট হয়ে যায় । যার জন্য ভারী যানবাহন চলাচল ওই ব্রিজের উপর দিয়ে চবন্ধ করে দিল  পিডব্লিউডি  কর্তৃপক্ষ । কয়েক মাস আগে দীর্ঘদিন বন্ধ রেখে ওই দুই পিলারের গার্ডারের কাজ করা হয় । তার পরেও আবার একই পিলারের গার্ডারের কাজ করতে হবে। এত তাড়াতাড়ি বারবার খারাপ হয়ে যায় কিভাবে? -  প্রশ্ন উঠছে ডানলপ অঞ্চলের মানুষের পক্ষ থেকে।  এই ব্রিজ বন্ধ করে দেওয়ার ফলে ব্যপক যানজট সৃষ্টি হচ্ছে ডানলপ মোড়ে। বিটি রোড ধরে পি ডব্লিউ ডি রোড দক্ষিণেশ্বর দিকে গোপাল লাল ঠাকুর রোড যানজটের ফলে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে  যাতাযাতের ক্ষেত্রে। যথেষ্ট বেগ পেতে হচ্ছে পথচলতিদেরও।  কিন্তু কিছুদিন আগে দু'মাস ধরে লকডাউন চলল সেই সময় ঠিক না করে পুজোর ঠিক আগে আবার ব্রিজ বন্ধ করে কাজ শুরু হওয়ার ফলে নিত্যযাত্...

তোলা আদায়ে ব্যর্থ হওয়ায় শ্লীলতাহানির অভিযোগ তৃনমূলের নামে

Image
  বলোরাম বোস, পাণিহাটিঃ   পানিহাটিতে এক লক্ষ টাকা তোলা না দিতে চাইলে  আক্রান্ত হলেন এক মহিলা । তোলাবাজদের হাতে আক্রান্ত মহিলার বাড়িতে দেখা করতে যান আজ পানিহাটি সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির মহিলা এবং সিপিআইএম নেতৃত্ব। ঘটনার সূত্রপাত গত সোমবার। লকডাউনের দিন রাত্রিবেলায় বিশ্বনাথ দে বয়স ৭০ বছর, অবসরপ্রাপ্ত তিনি । রাজারামচক ঘাট রোড বাড়িতে তৃণমূলের একদল যুবক সহ দুইজন মহিলা বিশ্বনাথ বাবুর বাড়িতে হানা দেয় । তারা গিয়ে বিশ্বনাথ বাবু কে বলেন , তাদেরকে এক লক্ষ টাকা দিতে হবে তখন বিশ্বনাথ বাবু বলেন এই এক লক্ষ টাকা দেব কেন?  তৃণমূলের এই তোলাবাজ  বলেও তাদের অভিহিত করা হয়। তাতে তারা রেগে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বিশ্বনাথবাবুকে। অভিযুক্তরা বলেন , বিবির বাগানে ধানকল মোড়ে বিটি রোডের উপরে পানিহাটি পৌরসভা অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত দাস যার ডাকনাম গোবিন্দ দাস তার পার্টি অফিসে দেখা করতে হবে । এখনি যেতে হবে তাদের।  বিশ্বনাথ বাবু খুবই অসুস্থ । উনার স্ত্রী আছে । ওই বাড়িতে স্বামী-স্ত্রী দুজনে থাকেন । তাদের দুই মেয়ে । তারা দুজনেই বিবাহিত...

*আজ বাংলা জাতীয়তাবাদের অন্যতম জনক বাঙালি জাতির মহীরুহ শ্রী শরৎচন্দ্র বসুর জন্মদিবস *

Image
 " জানকীনাথ বসুর পুত্র ও সুভাষচন্দ্র বসুর মেজ দাদা শরৎচন্দ্র বসু জন্মগ্রহণ করেন ১৮৮৯ সালের ৬ই সেপ্টেম্বরে। শরৎচন্দ্র বসু ছিলেন খ্যাতনামা আইনজীবী, বলিষ্ঠ রাজনীতিবিদ এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক বিশিষ্ট নেতা। কলকাতা বি‌শ্ববিদ্যালয় থেকে এম.এ. ও আইন পাশ করে কিছুদিন ওকালতি করেন। পরবর্তীকালে তিনি ইংল্যান্ডে যান ব্যারিস্টারি পড়তে। ১৯১৮ সালে দেশে ফিরে আসেন ব্যারিস্টারি পাশ করে।  দেশে ফিরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবনিদর্শনে আসেন। শুরু করেন নিঃস্বার্থভাবে দেশসেবার কাজ। দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ হলেন। এর ফলে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার তাঁকে জেল-জুলুমের অত্যাচার সহ্য করতে হয়।  রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, নিখিল ভারত রাষ্ট্রীয় মহাসভার সদস্য, কেন্দ্রীয় আইনসভার বিরোধী দলের নেতা, এবং স্বাধীন ভারতের মন্ত্রী পরিষদের এক বিশিষ্ট সদস্য ছিলেন। তিনি স্বাধীন ভারতের এক উপনির্বাচনে পশ্চিমবঙ্গের বিধানসভা সদস্য পদের জন্য নির্বাচিত হয়েছিলেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা করার পাশাপাশি ১৯৪৭ সালে বাং...

অনলাইন নিউজ চ্যানেলকে এক ছাদে আনতে নব উদ্যোগ WBPYCF

Image
নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে এবার ডিজিটাল মিডিয়ার  পোর্টাল এবং ইউ টিউব নিউজ চ্যানেলগুলি সঙ্গবদ্ধ হওয়ার প্রয়াসে এক ছাদের নিচে আসার জন্যে একটি ফোরাম গড়ে তুলল, যার নাম দেওয়া হয়েছে West Bengal News Portal & You Tube Channel Forum (WBPYCF) এই ফোরাম ডিজিটাল নিউজ পোর্টাল, বা ইউ টিউব নিউজ চ্যানেলগুলির এবং তাদের সাংবাদিকদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার কাজ করবে। এতদিন ডিজিটাল মিডিয়ার কর্মী বা সাংবাদিকদের কোনো সংগঠন ছিল না।সম্ভবত এই প্রথম ভারতে ডিজিটাল মিডিয়ার কর্মীদের নিয়ে কোনো সংগঠন তৈরি করা হল। এই  পর্যন্ত  থেকেই সাংবাদিক এবং পোর্টাল  মালিকরা যোগ  দিয়েছেন।   একটা সময় ছিল  যখন মানুষ সংবাদ শুনত  রেডিওতে , অথবা পরের দিনের খবরের  কাগজে পাওয়া যেত  আগের দিনের সংবাদ। মফস্সল শহরে সেই সংবাদ পত্র পাওয়া যেত পরের দিন সন্ধ্যেবেলায়। ততক্ষণে সেই সংবাদ  যথেষ্ট বাসি হয়ে যেত।  এরপর এল টেলিভিশন, যা সংবাদকে জলজ্যান্ত করে দর্শকের সামনে নিয়ে আসল। টেলিভিশন এসে যাওয়ায় রেডিওর সংবাদ এবং  খবরের  কাগজগুলি ব্যবসায়িক ধাক্কা খেয়েছিল প্রবলভাবে।  ...

কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণ সভা

Image
  নিজস্ব প্রতিবেদন,পূর্ব মেদিনীপুরঃ   রাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাষ্ট্র শোক ঘোষণা করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ভারতের রাজনীতির চাণক্য প্রণব স্মৃতি স্মরণে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে প্রণব মুখার্জীর ছবিতে মাল্যদান করা হয়। এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এইদিন এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম বারিক, কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব ইম্রান আলি খান এবং দলীয় অন্যান্য ভারপ্রাপ্ত আধিকারিকগণ। সরকারী সমস্ত নিয়মবিধি মেনে এদিন এই স্মরণ সভার আয়োজন করা হয় । 

বিশ্বভারতীর নিন্দায় বিতর্কে জড়ালেন অগ্নিমিত্রা পাল

Image
  *****বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের মন্তব্যের তীব্র নিন্দা জানাতে কর্মসূচী পালন ঐক্য বাংলা সংগঠনের' ****   নিজস্ব সংবাদদাতা , কলকাতা :    এর আগেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বেলাগাম মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তখন বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবিতে বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে একটি গণ ইমেইল কর্মসূচির আয়োজন করে 'ঐক্য বাংলা' । এবারও বিজেপি নেত্রী তথা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের , " পৌষ মেলার মাঠে 'sex racket' ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে"  মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আপামর বাঙালি সমাজ তাঁর মন্তব্যের নিন্দা করেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পালের মন্তব্যের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বহুমুখী অনলাইন কর্মসূচির আয়োজন করল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'।  ঠিক কি কি কর্মসূচির আয়োজন করল 'ঐক্য বাংলা' ?  ঐক্য বাংলা সংগঠনের প্রধান মুখ ও সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানান , " বিজেপি নে...

"৭% ভোটেই পাশে থাকবো" , অঙ্গীকার বামের

Image
বলোরাম বোস, কামারহাটিঃ   সিপিআইএম টেক্সএমএকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে শান্তি রঞ্জন ঘটক করোনা প্রতিরোধ জনসচেতনতা সহায়ক কেন্দ্র গড়ে তোলা হয়েছে । এই কেন্দ্র গড়ে তোলার পর থেকেই বিভিন্ন এলাকায় করা হচ্ছে করোনা সচেতনতামূলক অভিযান।  রেড ভলেন্টিয়ার টিম গড়ে তোলা হয়েছে । এই টিমের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সাহায্যের জন্য কাজ করবে। এর আগে বসিরহাটের একজন সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হন । পরবর্তীকালে তিনি মারা যান । তার মরদেহ পাঠানোর ব্যবস্থা করা , এলাকায় প্রচুর আক্রান্ত মানুষকে হাসপাতালে ভর্তি করা এবং যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ ফল পৌঁছে দেওয়া , এমনকি বিভিন্ন এলাকায় স্যানিটাইজার করা । এই সমস্ত দায়িত্ব পালনে সরব এই টিম।  বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়াতেও দেখা গেছে এই টিমের সদস্যদের।  এই টিমের কাজ চলছে । এরই মাঝে কামারহাটি পৌরসভা অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রবর্তক জুট মিলের একজন সাধারণ শ্রমিক উজ্জ্বল ব্যানার্জি কয়েকদিন ধর...

সুন্দরবনের বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর

Image
অরিন্দম নন্দী, গোসাবা:  সুন্দরবনের মরিচঝাঁপির জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আজ বাঘের আক্রমণে আবারও  মৃত্যু হল এক মৎস্যজীবীর । মৃত মৎস্যজীবীর  নাম বাবুলাল রপ্তান । বয়স প্রায় ৩০ বছর । আজ সকালে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি গ্রাম থেকে একটি নৌকো নিয়ে কেনারাম মন্ডল এবং বাবুলাল রপ্তান কাঁকড়া ধরতে মরিচঝাঁপির চিলমারী খালে ঢুকেছিলেন । সেখানে কাঁকড়া ধরার সময় আচমকা জঙ্গল থেকে বেরিয়ে একটি বাঘ বাবুলাল রপ্তানের ওপর ঝাঁপিয়ে পড়ে । বাবুলালকে মুখে করে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায় বাঘটি । বেগতিক দেখে কেনারাম চিৎকার শুরু করলে পাশাপাশি খাঁড়িতে  কাঁকড়া ধরতে ব্যস্ত অন্য মৎস্যজীবীরা এগিয়ে আসেন । সবার মিলিত চেষ্টায়  বাঘ তাড়িয়ে বাবুরাম - এর মৃতদেহ উদ্ধার করে মৎস্যজীবীরা বলে বন দপ্তর সূত্রে জানা গেছে । পরে ওই মৎস্যজীবীর মৃতদের নিয়ে কুমিরমারি বুধবারের বাজারে আনা হয় । সেখানে মৃত মৎসজীবীকে দেখতে  গ্রামবাসীরা ভিড় জমায় । উল্লেখ্য, বাবুরাম  রপ্তান স্ত্রী কাঞ্চন,পুত্র সাগর এবং বৃদ্ধা মা কালিদাসীকে নিয়ে কুমিরমারি গ্রামে থাকতেন। অভাবের সংসারে, জঙ্গলে কাঁকড়া ধরে ...

অনায়কোচিত প্রস্থান

Image
অর্ণব কুমার মন্ডলঃ    যে গল্প ভবিষ্যতের গল্প কিন্তু কাল্পনিক। বর্তমানে সেই গল্পের কোন নায়ক যদি বর্তমান পৃথিবীতে আসে , তবে তাকে বাস্তবের মানুষরা ছেঁড়াকাটা করতেই ভালবাসে । কারণ সে তাদের থেকে বেশি জানে আর অতিরিক্ত জানা পুরনোদের পক্ষে ক্ষতিকারক। আর এরাই পৃথিবীতে ক্ষণজন্মা যাদের অসীম প্রতিভা অথচ পরিস্ফুটনের জায়গা পায় না আর পেলেও পৃথিবীর বুকে তাদের পদচিহ্ন এঁকে যায় । এমনি এক ক্ষণজন্মা যার জন্ম ১৯৮৬ র ২১ শে জানুয়ারী আর রহস্য রোমাঞ্চে মরা মৃত্যু ১৪ই জুন  ২০২০।  ঠিকই ধরেছেন সুশান্ত সিং রাজপুতের কথা বলছি । ক্ষণজন্মা নন আসলে । বানানো হল industry র স্বার্থে । গল্প শুরু করেছিলেন লড়াই দিয়ে । ছোটপর্দা থেকে বড় পর্দায় ফিরে আসা এক জাদুকর ।  সুশান্তের এক প্রাক্তন ভক্ত এবং প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্দে দাবি করেছেন যে self motivated মানুষের শেষ কখনও আতমহত্যা নয়। যদিও বলিউড র পোষা মহারাষ্ট্র পুলিশ ও মৃত্যু পরবর্তী ডাক্তারি পরীক্ষা  তাই জানালো । সুশান্তের বাবা কে. কে. সিং র এফ. আই .আর. আর বিহার পুলিশের আই পি এস অফিসার বিনয় তিওয়ারি ও তার দলকে মুম্বাই গিয়ে তদন্তে না সহযোগিতার ...