ভাঙা রাস্তার বিরুদ্ধে বাম-কংগ্রেসের প্রতিবাদ সভা



বলোরাম বোস, আগরপাড়াঃ  ছয় দফা দাবি সহ অবিলম্বে আগরপাড়া স্টেশন থেকে আগরপাড়া পূর্বদিকের স্টেশন রোডের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ ও গন কনভেনশন সংগঠিত করল পানিহাটি বামফ্রন্ট এবং পানিহাটি জাতীয় কংগ্রেস। বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে ৭ দফা দাবিতে আগরপাড়া পূর্বদিকে গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাটি আগরপাড়া স্টেশন থেকে শুরু হয় বটতলা এবং একটার দিকে চলে গেছে ঘোলা পুরোনো পোস্ট অফিস ঘোলা বাসস্ট্যান্ড আর অপরটি নিমতা নন্দন নগর দিকে চলে গেছে । আগরপাড়া পূর্ব দিকে বটতলা বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার এবং তার সাথে আগরপাড়া বটতলা অঞ্চলে বড় চারটে উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে এবং ইংলিশ মিডিয়াম প্রাইভেটে স্কুল রয়েছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন রয়েছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে । এই রাস্তাটা রাস্তা না খাটাল বোঝা মুশকিল হয়ে যাচ্ছে । অটো, টোটো এই রাস্তা দিয়ে চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটছে এবং গাড়ির ক্ষতি হচ্ছে এই গুরুত্বপূর্ণ রাস্তা এটি অবিলম্বে সংস্কারের দাবি সহ পানিহাটি শ্মশান ঘাট অবিলম্বে সংস্কার করে তা চালু করা হয়। প্রত্যেকদিন জঞ্জাল উঠছে রাস্তা এবং অঞ্চল জঞ্জালমুক্ত করতে হবে যেসব জায়গায় এখনও জল জমে আছে তা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করতে হবে । নিকাশি ব্যবস্থা কে শক্তিশালী করতে হবে । নিকাশি ব্যবস্থার খারাপ হওয়ায় পানিহাটিতে একটু বৃষ্টি হলেই বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে থাকে দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভা সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভাইরাসে পরীক্ষা ব্যবস্থা করতে হবে । কম পয়সায় পানিহাটি পৌরসভাকে পায়খানা পরিষ্কারের নিজস্ব দায়িত্ব নিয়ে করার ব্যবস্থা করতে হবে । এই সমস্ত দাবি নিয়ে উষুমপুর বটতলা চাল বাজারের সামনে পানিহাটি বামফ্রন্ট এবং পানিহাটি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গন কনভেনশন করা হয় বৃষ্টির মধ্যেও সকালবেলায় বামফ্রন্টের এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা এই কনভেনশনে উপস্থিত এবং তারপরে প্রায় এক ঘন্টার কাছে পথ অবরোধ চলে এই কনভেনশনে সভাপতিত্ব করেন অলক দাস। তিনি বক্তব্য রাখেন এসএফআই রাজ্য কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি চক্রবর্তী , প্রসেনজিৎ দাস , পি এস ইউ আরএসপি ছাত্র সংগঠন জেলা সম্পাদক পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী , সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী , ডিওয়াইএফআই নেতা ধীমান পাল এবং উপস্থিত ছিলেন আরএসপি রাজ্যের নেতা ও পানিহাটি পৌরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান পঙ্কজ দাস , সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য , জাতীয় কংগ্রেসের পানিহাটির নেতা জয়ন্ত চ্যাটার্জী এই কনভেনশনে এবং রাস্তা অবরোধ ব্যবসায়ীরা সাহায্য করে । এবং অভিনন্দন জানায় এর আগেও কয়েক মাস আগে উষুমপুর বটতলা বাজারের ব্যবসায়ীরা পথ অবরোধ করেছিল তারাও এই দাবির সাথে একমত এলাকার মানুষ এই দাবির সাথে একমত । এই পথ অবরোধ সাথে তারা সহমত পোষণ করেন আগামী ১৫ ই সেপ্টেম্বর ঘুমায় । আবার কনভেনশন হবে এরপরে পানিহাটি পৌরসভা ঘেরাওয়ের কর্মসূচি দিকে পানিহাটি বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করতে চলেছে। 



Comments

Popular posts from this blog

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা

অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর আয়োজনে কিং এন্ড কুইন অফ দ্য টেবিল- ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩