কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণ সভা

 


নিজস্ব প্রতিবেদন,পূর্ব মেদিনীপুরঃ  রাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাষ্ট্র শোক ঘোষণা করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ভারতের রাজনীতির চাণক্য প্রণব স্মৃতি স্মরণে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে প্রণব মুখার্জীর ছবিতে মাল্যদান করা হয়। এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এইদিন এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম বারিক, কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব ইম্রান আলি খান এবং দলীয় অন্যান্য ভারপ্রাপ্ত আধিকারিকগণ। সরকারী সমস্ত নিয়মবিধি মেনে এদিন এই স্মরণ সভার আয়োজন করা হয় । 




Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ