কেশপুরে রক্তদান শিবিরে রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা

নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদঃ বর্তমানে রক্তের সংকট প্রবল। রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে ক্রমশই রক্তের সংকট দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে কোন রোগীর রক্তের প্রয়োজন দেখা দিল তার পরিবার চরম সমস্যায় পড়েছে। সে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কেশপুরের মমতার ডিজিটাল ক্লাব। এই ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে 5 জন মহিলা সহ মোট 42 জন রক্ত দাতা রক্ত দান করেন। সবুজায়নের বার্তা দিতে প্রতি রক্তদাতাকে গাছের চারা দেওয়া হয় ডিজিটাল ক্লাবের পক্ষ থেকে।

এ রক্তদান শিবির কে কেন্দ্র করে সকাল থেকেই ডিজিটাল ক্লাবের সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। রক্তদান শিবিরের উদ্বোধন করতে আসেন কেশপুর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি শাহা।

তিনি তাঁর বক্তব্যে কোভিড পরিস্থিতিতে রক্তদান শিবির আয়োজনের জন্য  মন্তা ডিজিটাল ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী, কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তিওয়ারি, সমাজসেবী ভাস্কর চৌধুরী,দুর্লভ ঘোষ, প্রদ্যুৎ পাঁজা,শিক্ষক স্নেহাশিস চৌধুরী, স্থানীয় নেতৃত্ব তথা সমাজসেবী রুহুল আমিন, আহম্মদ হোসেন, জাহাঙ্গীর আলম, মিসবাবুল হক,মুক্তারুল রহমান প্রমুখ। রক্তদানের পাশাপাশি কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা সচল রাখার জন্য স্থানীয় ডা. ফায়েজ মহ্ম্মদ, ডা.হামিদ আলি,ডা.মজাহার আলিকে সম্বর্ধনা জানানো হয়। মন্তা ডিজিটাল ক্লাবের সম্পাদক সারেফুল আলম ও সভাপতি আবু তোরাব  জানান," এটি আমাদের তৃতীয় বার্ষিক প্রচেষ্টা। সারাবছর বিশেষত কোভিড পরিস্থিতিতে গ্রামের মানুষের পাশে থাকার চেষ্টা করি। স্বাস্থ্য,শিক্ষা, Oসমাজ উন্নয়নে বছর ধরে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি।"

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের