পানীয় জলের পাম্প উদ্বোধন করে সকলের প্রিয় পাত্র হয়ে উঠলেন বিধায়ক

কল্যান আশীষ দত্ত, পূর্ব বর্ধমান: নিত্য দিনের কাজে জল আমাদের খুবই প্রয়োজনীয়। জল ছাড়া জীবন যেন জীবন নয়। কিন্তু এই শতাব্দীতে এখনও বহু গ্রাম আছে যেখানে জল সরবরাহ সঠিক ভাবে হয় না, সাধারণ মানুষ জলের অভাবে হাহাকার করতে থাকেন। ঠিক এমনই জলের অভাবে কষ্টে দিন কাটাচ্ছিলেন মেমারি বিধানসভার অন্তর্ভুক্ত একটি গ্রামের কিছু মানুষ। কিন্তু শেষমেশ মেমারি বিধানসভার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ওই গ্রামে তিনটি পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করে সকলের মন জিতে নিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। 

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, পঞ্চায়েত প্রধান শিখা রায়, উপপ্রধান নিতাই ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অনুপ রায় সহ অন্যান্যরা। জানা গেছে, এক একটি জলের পাম্পের জন্য খরচ হয়েছে আনুমানিক দুই লক্ষ পঁচাশি হাজার টাকা। এতদিন ওই এলাকার মানুষ জলের সমস্যায় দিন কাটাচ্ছিলেন। পানীয় জলের পাম্প বসানোর ফলে ওই এলাকার প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ জলের সমস্যা থেকে রেহাই পাবেন।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক