অবসরপ্রাপ্ত পেশাদার সাংবাদিকদের আর্থিক সুরক্ষা প্রদান ত্রিপুরা সরকারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা – রাজ্যের অবসরপ্রাপ্ত পেশাদার সাংবাদিকদের আর্থিক সুরক্ষা দিতে ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম অনুমোদন করল ত্রিপুরা সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের অনুমোদন করে সরকার। এই প্রকল্পটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগ ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন স্কিম এবং দ্বিতীয়টি হলো ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন স্কিম।
প্রথম ভাগের প্রকল্পটিতে গত ১০ বছর ধরে যেসকল সাংবাদিকদের তথ্য ও সংস্কৃতি দফতরের অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে ও যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে এবং সাংবাদিকতা থেকে অবসর গ্রহন করেছেন তারাই এই প্রকল্পের আওতায় আসবেন। এই প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগী সাংবাদিকরা মাসিক ১০ হাজার টাকা করে পেনশন পাবেন বলে জানানো হয়েছে।
দ্বিতীয় ভাগের প্রকল্পটির আওতায় যদি কোনও অ্যাক্রেডিটেড সাংবাদিক কর্মরত অবস্থায় মারা যান সেই সাংবাদিকের স্ত্রী বা পরিবারের নির্ভরশীল যে কোনও একজন সদস্য এই প্রকল্পের আওতায় আসবেন। এবং মাসিক ৫ হাজার টাকা করে পেনশন পাবেন। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিককে মৃত্যুর আগের সাত বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকতে হবে।
এছাড়া উভয় ক্ষেত্রেই আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে। প্রিন্ট, ইলেক্ট্রনিক, ওয়েব মিডিয়া সব ধরনের মিডিয়ার সাংবাদিকরাই এই প্রকল্পের আওয়ায় আসবেন বলে জানানো হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিনিধির সভাপতিত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
Comments
Post a Comment