খুঁটি পুজোর উদ্বোধনে ঢাকের আওয়াজ উঠলো বেজে দুর্গোৎসবের

সমীরণ দাস ও গৌতম বিশ্বাস ,বেলেঘাটা: বাঙালীর প্রধান উৎসব দূর্গাপূজো। গত বছর করোনার গ্রাসে দুর্গাপূজোর আনন্দে কিছুটা ঘারতি পড়লেও এবছর আসতে আসতে ফিরছে আগের ছন্দ । জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের দিন থেকেই শুরু হয় দেবী দুর্গার আগমনের দিন গোনা। শুরু হয়ে গেলো প্রস্তুতি। 

আজ রথযাত্রার পূর্ণলগ্নে  ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের দুর্গোৎসবের সূচনা অনুষ্ঠানে ঢাকের আওয়াজ উঠলো বেজে দুর্গোৎসবের। সমাজের বিভিন্ন বিশিষ্ট গুণী অতিথিদের উপস্তিথিতে সম্পন্ন হয় খুঁটি পূজা অনুষ্ঠান। এইদিনের এই ক্লাবের খুঁটি পূজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, অভিনেত্রী সংগীতা সিনহা । এছাড়াও উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়াডের কো-অর্ডিনেটর অলকা নন্দা দাস । এই অনু্ঠানের যেনো প্রাণ প্রতিষ্ঠা ঢাকের আওয়াজেই । নিয়ম মেনে সম্পন্ন হলো ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের খুঁটি পূজা।  

সারা বছরের অপেক্ষা এইদিনের জন্যে। কবে আসবে মা অন্নপূর্ণা। তার অপেক্ষায় সারা বছর কেটে যায়। আর উৎসবের আরম্ভে কোনো রকম খামতি রাখতে চান না ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের দুর্গোৎসব কমিটি। প্রতি বছর অভিনব ভাবনায় সেজে ওঠে মন্ডপ। এবছরও এক নতুন শৈলীতে সাজানো হচ্ছে গোটা মন্ডপ। থাকছে দর্শনার্থীদের জন্যে অনেক চমক। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো