বিপদ থেকে রক্ষার কামনায় ভক্তদের ঢল বিপত্তারিনী পূজোর আরাধ্যায়


সমীরণ দাস, কলকাতা : আজ বিপত্তারিনী পূজা। বছরের নির্দিষ্ট দুই দিনের মধ্যে প্রথম বার আজ। দ্বিতীয় বার আগামী শনিবার অর্থ্যাৎ ১৭ জুলাই । আজ সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভিড় মায়ের পূজা দেবার জন্য। বিপদের হাত থেকে বাঁচতে তেরো গিঁটটের লাল সুতার তাগা বা ডোর মায়ের পূজার আশীর্বাদ হিসাবে মানুষের হাতে লাগানো হয়। আজ বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সকাল থেকেই দেখা গেলো মানুষের ভিড় পূজার লাইনে। ডালা এবং পূজার সামগ্রী নিয়ে হাজির দোকানিরা। 

করোনা মুক্ত সমাজ গড়ার আশায় চিকিৎসক মহল থেকে শুরু করে বিজ্ঞানিরা, এমনকি সাধারণ মানুষও। একেবারে নাজেহাল হয়ে উঠতে হচ্ছে বিধি নিষেধের মধ্য দিয়ে জীবন  যাপনের ক্ষেত্রে। শেষ ভরসার পথ বোধ হয় ভগবানই। তাই আজ বিপত্তারিণী মায়ের আধারনায় বাড়ির মেয়ে বউরা কোনো খামিতি রাখলেন না। আজ সকাল থেকে এ বছরের প্রথম দিনে বিপত্তারিনী পুজোর আরাধনায় বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়বার মতো। 

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক