বেলেঘাটা একতা সংঘের রক্তদান শিবিরে রথ সাজানোর প্রতিযোগিতা

গোপাল দেবনাথ, কলকাতাঃ শুভ রথযাত্রা উপলক্ষে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের অনুপ্রেরণায় এবং ৩৫ নম্বর ওয়ার্ড এর কো অর্ডিনেটর আশুতোষ দাস এর উৎসাহে ও এই মহতী অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বীরেন দত্ত র ঐকান্তিক প্রচেষ্টায় বেলেঘাটা একতা সংঘে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই একতা সংঘ সারাবছর ধরেই নানা রকম সামাজিক কর্মসূচী পালনের মধ্য দিয়ে মানব সেবায় নিয়োজিত থাকে। এই অনুষ্ঠান কেবলমাত্র রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বেলেঘাটার বাসিন্দাদের জন্য ছিল রথ সাজানোর প্রতিযোগিতাও। বিশেষজ্ঞদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রথম বিজয়ী দশজনকে পুরস্কৃত করা হবে বলে জানালেন বীরেন দত্ত। এ ছাড়াও দুঃস্থদের মধ্যে বর্ষাকালের কথা ভেবে ছাতা বিতরণ করা হয় এইদিনের এই রক্তদান শিবিরে। সেই সাথে বহু মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন কাপড়ও। 

মানব সেবায় ব্রতী বেলেঘাটা একতা সংঘ। জাতি ধর্ম বর্ণে উর্দ্ধে গিয়ে সমাজের স্কল শ্রেণীর মানুষের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের হাতে পড়াশুনোর সামগ্রী তুলে দেন উদ্যোক্তারা। প্রায় ১৫০ জন রক্তদাতা এদিন এই রক্তদান শিবিরে যোগদান করেন। সম্পূর্ণ  অনুষ্ঠানটি করোনা অতিমারীর কারণে নিয়ম মেনেই সম্পন্ন হয়। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ বিধায়ক শ্রী অশোক দেব, বিধায়ক শ্রী পরেশ পাল, রাজ্যসভা সাংসদ শ্রী ঋতব্রত বন্দোপাধ্যায়, ৫০নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর শ্রীমতি মৌসুমী দে, ৩৫ নম্বর ওয়ার্ড কো অর্ডিনেটর শ্রী আশুতোষ দাস, ফুটবলার শ্রী সুখেন সেনগুপ্ত, বর্ষীয়ান তৃণমূল নেতা শ্রী নৃপেন বোস, শ্রী স্বরাজ নস্কর সহ বিশিষ্ট গুণীজন। সান্ধ্যকালীন অনুষ্ঠানের সাথে আছে রথ যাত্রার লোভনীয় আইটেম গরম গরম জিলিপি ও পাঁপর ভাজা। এই অনুষ্ঠানে প্রায় ৫০০জন দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন বলে জানা গেল।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ