রাজনীতিতে একটু কম্পিটিশন থাকে - বললেন দিলীপ ঘোষ
এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন....
রাজ্য বিজেপির সাথে প্রবলেম নেই। কারো ব্যক্তিগত ভাবে এখানে থাকেই এরকম কেউ বেশি গুরুত্ব পায় কেউ একটু কম গুরুত্ব পেলো। এটা সবার মনেই থাকে। রাজনীতিতে একটু কম্পিটিশন থাকে। পার্টি সবার ব্যাপারটা দেখে। পার্টিতে কথা বলার সমস্যা থাকলে সমাধানের জায়গা আছে। এখানে স্টেটের লোক আছে তাদের ভরসা নাহলে সেন্ট্রালের নেতারা আছেন। পার্টিতে সবসময়ই উপর থেকে নিচে সিস্টেম আছে। যারা একটু বাইরে থেকে এসেছেন তারা সিস্টেম টা এখনো বুঝে উঠতে পারিনি। নিজের আশা আকাঙ্খা কোথায় বলতে হয় কি বলতে হয় সেই ধৈর্য নেই। যে পার্টিতে ওরা কাজ করেছে সেই পার্টিতে এরকম হয়। নিজে নিজে এক একটা পার্টি কিন্তু এখানে একটাই পার্টি।
রাজীব ব্যানার্জি ফেসবুকে বিরোধী দলনেতাকে প্রশ্ন করছেন। এবিষয়ে তিনি বলেন....
কিছু লোক আছেন তারা ঠিক করতে পারছেন না কি করবেন কোথায় যাবেন। এটা তাদের সমস্যা। পার্টিতে এধরনের কোনো সমস্যা নেই। তিনি পার্টির কোনো পদাধিকারী নন।
গতকাল মন্ত্রীত্ব থেকে বেশ কিছু জনের নাম বাদ গেলো। এবিষয়ে তিনি বলেন....
বাদ গেলো চার জন মন্ত্রী হয়েছেন। এর আগে কবে চারজন মন্ত্রী হয়েছেন বাংলা থেকে ন্যাশনালে। এটা খুব আনন্দের কথা। বাংলার মানুষ ১৮ জন এমপি করেছেন তার মধ্যে এই নিয়ে ৬ মন্ত্রী হয়েছেন। এখনো পর্যন্ত ৭ জন কেন্দ্রে মন্ত্রী হয়েছেন অভিজ্ঞতা বাড়ছে। কেউ সংগঠনের কাজ করছেন। কেউ প্রশাসনের কাজ করছেন সার্বিকভাবে কার্য কর্তাদের যোগ্যতা বৃদ্ধি অভিজ্ঞতা বৃদ্ধির জন্য এইধরনের রিসাবলিং হয়েই থাকে। সেই প্রসেসের মধ্যে আছি এবার আমাদের আনন্দের কথা ৪ জন মন্ত্রী হয়েছে এক সঙ্গে।
Comments
Post a Comment