খাবারের লোভে যৌন নির্যাতন নাবালিকাকে
বিশ্বজিৎ দাস, পূর্ব বর্ধমানঃ খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ এক পৌঢ়ের। বছর ৫৮ এর এক ব্যাক্তি নাম গৌরমোহন দাস গতকাল সন্ধ্যায় খাবার খাওয়ানোর নাম করে পাশের বাড়ি থেকে এক নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। বেশখানিকক্ষণ বাড়ির মেয়েকে খুঁজে না পাওয়া গেলে নাবালিকার মা বাবা গৌর মোহন বাবুর ঘরে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে। ঘটনাটি ঘটেছে জেলার ভাতার এলাকায়। নাবালিকার বাবা ভাতার থানায় গৌরমোহন দাসের নামে তার মেয়ের যৌন নির্যাতনের অপরাধের দোষে লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই ভাতার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আজ তাকে বর্ধমান আদালতে তোলা হয়।