*পুজোর আনন্দে বিশেষ ক্ষমতা সম্পন্নদের সামিল করল প্রেস ক্লাব*




নিতাইমালাকার,কলকাতাঃ শুক্রবার কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে এক'শ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষকে আসন্ন দূর্গা পুজো উপলক্ষে পোষাক বিতরণ করা হল। এই পোষাক বিতরণে সহযোগিতা করে স্মরণম ফাউন্ডেশন ।


এছাড়া সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য বিতরণ করা হল , ডাল, ভোজ্য তেল, চিনি, চিঁড়ে, হলুদ, নুন, বিস্কুট। সেই সঙ্গে করোনা রোধে দেওয়া হল মাস্ক, বিছানার চাদর, শাড়ি, গেঞ্জি, সাবান, নারকেল তেল, চা, ইত্যাদি ।


উপস্থিত ছিলেন আলম বাজার রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী শারদাত্মানন্দ। রামকৃষ্ণ মঠের সদস্য সুশান্ত রায়। স্মরণম ফাউন্ডেশনের চেয়ারম্যান অজিত ভার্মা । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর । 

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের