বিজয় দশমীর শুভেচ্ছা রাজ্যপালের



নিজস্ব প্রতিবেদনঃ আজ মহা নবমী। তবে তিথি অনুসারে নবমীর সকালে দশমী পড়ে যাওয়ায় সকাল সকাল ট্যুইটারের মাধ্যমে দশমীর শুভেচ্ছা বার্তা জানালেন রাজ্যপাল জগদ্বীপ ধনকড়। 

তিনি ট্যুইট করে জানিয়েছেন,”বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই সকলকে। মহাপর্ব অসত্যের চেয়ে মন্দ এবং সত্যের উপরে ভালোর জয়কে নির্দেশ করে। আনন্দ এবং সুখের এই উৎসব চলমান। মহামারিটির মন্দ প্রভাবগুলো থেকে আমাদের রক্ষা করুন এবং আমাদের সকলের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সুখ এনে দিন”। 

এই মহামারি কালের মাঝেও সরকারি নির্দেশে পালিত হচ্ছে বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজার অনুষ্ঠান। দেশবাসীকে আনন্দ এবং সুখ সমৃদ্ধে ভরে তোলার শুভেচ্ছা কামনা করলেন রাজ্যপাল।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো