অভিনেত্রী কঙ্কনা রাণাউতের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ বান্দ্রা আদালতের
নিজস্ব প্রতিবেদন, মুম্বাইঃ একের পর এক বিতর্কে জড়াচ্ছেন অভিনেত্রী কঙ্কনা রানাউত। তার বিরুদ্ধে ফের এফআইআর দায়ের। ধর্মীয় বিভেদ ছড়িয়ে প্ররোচিত করার চেষ্টা - এই অভিযোগের ভিত্তিতে এফআইআরের নির্দেশ দিল মুম্বাইয়ের বান্দ্রা আদালত। হিন্দি চলচ্চিত্র জগত জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির দোষে দুষ্ট কঙ্কনা। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ মুম্বাই পৌরসভাকে বাবর সেনার তকমা দিয়েছেন।পালঘরের সাধুদের পিটিয়ে মারার পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক তরজায় জড়ান অভিনেত্রী কঙ্কনা।
অনবরত বলিউড চলচ্চিত্র জগতের সুনাম নষ্ট করার চেষ্টা এবং ধর্ম নিয়ে দাঙ্গা সৃষ্টির দোষে দুষ্ট কঙ্কনাকে এক কাস্টিং ডিরেওকটরের আবেদনে এফআইআরের নির্দেশ আদালতের।
আবেদনকারী আশরাফআলি সৈয়দ কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলি চান্দেলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশকিছু মন্তব্য তুলে ধরে বলেছেন, তাঁরা সুপরিচিত। একাধিকবার বলিউড চলচ্চিত্র জগতের বিভিন্ন স্বনামধন্য ব্যাক্তিদের দিকে আঙ্গুল তুলে দাবি করেছেন খুনি, মাদক পাচারকারী বলে। আবার সমালোচনার ঝড় উঠেছে স্বজনপোষণ নিয়েও। ফের জল্পনা অভিনেত্রীকে ঘিরে। তার ধর্মীয় মন্তব্যের জেরে পুলিশি জালে ফাসলেন অভিনেত্রী।।।
Comments
Post a Comment