এবার পুজোয় সহায় Next Envission NGO
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ পুজো আমাদের সবার.. সবাই চায় পুজোর এই কয়েকটা দিন, সব দুঃখ দূরে সরিয়ে,আনন্দ করে কাটাতে...আজ দূর্গা পুজোর দিনে দূর্গা মা এর কোনো সন্তান যদি অভুক্ত থাকে তাহলে কিভাবে মা এর পুজো সুসম্পূর্ণ হবে। তাই Next Envision NGO এর পিঙ্কি ঘোষ এর উদ্যোগে নদীয়া জেলার বানপুর এলাকার বাসিন্দা ভোগীরত মণ্ডল, নিজের স্ত্রী কে নিয়ে থাকেন ইটভাটায় কাছে একটি গ্রামে। তার কোমর একদম ভাঙ্গা, কোনো মতে হাঁটেন, ভিক্ষে করে সংসার চালান, তার স্ত্রী চোখে দেখেন না, কানেও শোনেন না তাও ওভাবেই রান্না করেন নিজেদের দুজনের জন্যে। ওনাদের ছেলে আছে কিন্তু সে বাবা মা কে দেখে না। কিছু দিন আগে মাজদিয়া তে পিঙ্কি ঘোষের বাড়িতে ভিক্ষা করতে যান এই ব্যাক্তি, তখনি পিঙ্কি তার নাম ঠিকানা জেনে নেন এবং দূর্গা পুজোর দিন ওই এলাকার সুজিত নামের একজন পরিচিতি ভাই এর সাহায্যে পৌঁছে যান তার বাড়িতে যাতে পুজোর এই একটা মাস যেনো এই বয়স্ক মানুষ টাকে ভিক্ষার ঝুলি হাত এ নিয়ে রাস্তায় না বেরোতে হয়..সেই জন্য Next Envision NGO এর তরফ থেকে যতো টুকু সম্ভব, তার হাতে তুলে দিল এক মাসের যাবতীয় খাদ্য সামগ্রী, সাথে সাবান এবং মাস্ক আর একটু মিষ্টি..
এই কর্ম কাণ্ডে উপস্থিত - মূল উদ্যোক্তা পিঙ্কি ঘোষ, এবং রিঙ্কি ঘোষ ও প্রিয়া(পুচকি)।
এবং দূরে থেকেই পাশে ছিলেন - শান্তনু, পুনম, বিশ্বজিৎ, নিবেদিত, সৌরভ বণিক, মৌমিতা, অদিতি।
এবং এই কর্ম কাণ্ডে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গোপাল সিংহ রায়, সুজিত, অঙ্কুর, অনিমেষ।
Comments
Post a Comment