শ্যামল চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠান বামেদের
বলোরাম বোস , বরাহনহরঃ উত্তর 24 পরগনা জেলা রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের বরাহনগর আঞ্চলিক কমিটির উদ্যোগে বাম নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণসভা সংগঠিত করা হয়। বনহুগলী বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে এই স্মরণসভায় সভাপতিত্ব করেন বাপি নাগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহর ঘোষাল শংকর বোস, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তথা উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সি আই টি ইউ রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের রাজ্য সম্পাদক, সি আই টি ইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি নেপাল দেব ভট্টাচার্য, সি আই টি ইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদিকা ও সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য গার্গী চ্যাটার্জী, অশোক ভট্টাচার্য ।
Comments
Post a Comment