ধরার মাঝে সরায় সাজলো বেলঘরিয়া মানসবাগ




বলরাম বোস, বেলঘরিয়াঃ বেলঘড়িয়া মানস বাঘ সর্বজনীন দূর্গা উৎসব পুজো কমিটি এবছর পদার্পণ করল ৭৩ বছরে। এই 73 বছরের পুজোর ভাবনা "ধরার মাঝে সরা"।  মন্ডপটির ভাবনা রুপায়ন ও প্রতিমা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শুধু নয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত এশিয়ান পেইন্টস ১৬ বার প্রাপ্ত শিল্পী সনাতন দিন্দা মন্ডপ নির্মাণ করেছেন এবং আর্ট কলেজের ছাত্রী তাপসী সাহা চক্রবর্তী।  উনার সহযোগী হিসেবে কাজ করেছেন সন্দীপ সাহ।।  এই কাজেতে সামঞ্জস্য রেখে এই কাজকে আরো সুন্দর করে তুলেছে আলোকসজ্জার মধ্যে দিয়ে কল্যান ঘোষ "ধরার মাঝে সরা" এই ভাবনাটা আসার কারণ হিসেবে করোনা আবহে করোনাভাইরাস প্লাস্টিক, লোহা, মেটাল জাতীয় জিনিসের উপরে থাক। কিন্তু ধরিত্রীতে থাকে কম মানুষ এই করোনা আবহে মানুষের মনের মধ্যে যে ভয় ভীতি সৃষ্টি হয়েছে,  দীর্ঘদিন ঘর বন্দী অবস্থায় থাকা আমাদের জন্ম এই ধরিত্রীতে এবং মৃত্যু বা সব শেষ হয় এই ধরিত্রীতে। তাই নাম দেওয়া হয়েছে ধরার মাঝে সরা। মন্ডপ তৈরি করতে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ, চট, সরা, মাটির কলস, মাটির থালা, ভেষজ রং, গামছা -  এরকম বিভিন্ন জিনিস দিয়ে এ বছরের এই মণ্ডপ নির্মিত হয়েছে এবং পুজোর এই কটা দিন কলকাতা মহামান্য আদালতের আদেশ অনুসারে এবং স্বাস্থ্যবিধি মেনে সমস্ত শারদ উৎসব পালন করবার অঙ্গীকারবদ্ধ মানস বাঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। 

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের