হাইকোর্টকে চ্যালেঞ্জ জানালে পুজো বন্ধ হয়ে যেতে পারে- উদ্যোক্তা



বিশ্বজিৎ দাস, কলকাতাঃ পুজো মন্ডপে দর্শনার্থীদের জন্য থাকবে "নো এন্ট্রি জোন"।      "কলকাতা উচ্চ আদালতের রায়কে চালেঞ্জ জানিয়ে রাজ্য দেশের শীর্ষ আদলতে গেলে, শেষে পুজো-টাই না বন্ধ হয়ে যায়- এমনটাই মনে করছেন হাইকোর্টের আইনজীবী ও কলকাতার বেশ কিছু পুজো উদ্যোক্তাদরা। উল্লেখ্য, এই একই ধরনের ঘটনা ঘটে গেছে মহারাষ্ট্রে গণেশ পুজোর সময়। সেখানে মহারাষ্ট্র সরকার হাইকোর্টের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টে গেলে; শীর্ষ আদালতের নির্দেশে গণেশ পুজোই বন্ধ হয়ে যায়। মহারাষ্ট্রে গণেশ পুজো নিয়ে, দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, “গণেশ পুজোতে কোনও জনসমাগম হতে দেওয়া যাবে না। এমনিতেই দূর্গা পুজোর মতই গণেশ উৎসবেও লাগামছাড়া ভিড় হয়। সেই ভিড় এবার কোনওমতেই হতে দেওয়া যাবে না, জমায়েতের কোনও অনুমতিই মিলবে না”। বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত। ফলে পশ্চিমবঙ্গ সরকার দুর্গা পুজো নিয়ে যে, আলাদা কোন রায় পাবে, তা আশা করছেন না কেউই। ফলে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গেলে; পুজোয় অনুমতি পাওয়া তো দূরের কথা; যেটুকু পুজো হচ্ছিল, তাও না বন্ধ হয়ে যায়; এমনটাই আশঙ্কা অনেকেরই।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের