নির্দেশ হাইকোর্টের পুজোর অনুদানের হিসেব দিতে হবে
বিশ্বজিৎ দাস,কলকাতাঃ পুজো অনুদান নিয়ে; কড়া হাইকোর্ট। দিতে হবে পাই পয়সার হিসাব। পুজোর অনুদান ৫০০০০ টাকা; কিসে খরচা করতে হবে; তাও বলে দিল হাইকোর্ট। “জনগণের টাকা জনস্বার্থেই ব্যবহার করতে হবে”। পুজো অনুদান মামলায় পরিষ্কার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "পুজো কমিটিগুলিকে তাদের প্রাপ্যের ৭৫ শতাংশ টাকা মাস্ক ও স্যানিটাইজার কিনতে ব্যবহার করতে হবে। বাকি ২৫ শতাংশ ব্যবহার করতে হবে; পুলিশের সঙ্গে যৌথ করোনা সচেতনতা প্রচারে।"
কোনও অনুষ্ঠান বা পুজো কমিটির বিনোদনে, ওই টাকা খরচ করা যাবে না”। বিল ভাউচার সব হিসেব, সরকারকে দিতে হবে; নির্দেশ কলকাতা হাইকোর্টের।
এদিন তাঁর পর্যবেক্ষণে, বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “অনুদান ঘোষণার সময় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন; আর সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় যা রয়েছে, তাতে কোনও মিল নেই”। রাজ্যের পুজো কমিটিগুলিকে অনুদান ঘোষণার সময়; মুখ্যমন্ত্রী বলেন, “এবছর পুজোয় বিজ্ঞাপণ পাচ্ছেন না উদ্যোক্তারা; তাই অনুদানের রাশি বৃদ্ধি করেছে রাজ্য সরকার”। যদিও নবান্ন থেকে জারি নির্দেশিকায় জানানো হয়েছে; “মাস্ক ও স্যানিটাইজার কিনতে, এবং করোনা সচেতনতা মূলক প্রচার" ।।
Comments
Post a Comment