Posts

Showing posts from January, 2021

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে লিজেন্ড অফ বেঙ্গল এওয়ার্ড - ২০২১

Image
  গোপাল দেবনাথ, কলকাতাঃ দেশজুড়ে যেমন বহু রাজনৈতিক সংগঠন আছে ঠিক তেমনই মানবাধিকার নিয়ে কাজ করে এই রকম অগুনতি সংগঠন আছে। কেবল নামে সংগঠন থাকলে তো হবে না কাজেও প্রমান করে দেখাতে হবে। আমাদের দেশে যত সংখ্যক মানবাধিকার সংগঠন আছে তাদের মধ্যে অন্যতম অল ইন্ডিয়া হিউম্যান রাইটস। এই সংগঠন মানুষের কথা বলে। মানুষের অধিকারের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে লড়াই করে। দুঃস্থ ও নিপীড়িত মানুষের মুখে সারাবছর ধরে অন্ন তুলে দেয়। এই মানবাধিকার সংগঠন করোনা অতিমারীর পরে গত ২৪শে জানুয়ারি ডালহৌসি এথলেটিক ক্লাবে প্রকৃত কাজের মানুষদের সন্মান জানানোর উদ্দেশ্যে লিজেন্ড অফ বেঙ্গল -২০২১ সম্মাননা প্রদানের আয়োজন করেন। ব্যক্তিগত ভাবে কাজের স্বীকৃতি স্বরূপ বহু গুণীজনদের সন্মান প্রদান করা হয়। সেই সাথে বহু সংস্থাকেও একই মঞ্চে পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়।  এই সব কর্মকান্ডের যিনি প্রাণপুরুষ তিনি হলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জী। ওই দিনের অনুষ্ঠান মঞ্চে যারা পুরস্কৃত ও সম্মানিত হলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রাজন সিদ্দিকী যুবনেতা জে ডি ইউ বিহার, ডঃ অরুন ...

বেহালার সরশুনা থেকে চালু হলো সরাসরি দীঘা এবং তারাপীঠ বাস পরিষেবা

Image
সমীরণ দাস : কলকাতা: কথা রাখলেন বেহালা পশ্চিম কেন্দ্রের মাননীয় বিধায়ক ডঃ পার্থ চট্টোপাধ্যায়। যুব সমাজের প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁরই নামাঙ্কিত বেহালা পশ্চিম কেন্দ্রের অন্তর্গত সরশুনা বাস টার্মিনালের উদ্বোধন করতে এসে ঘোষণা করেছিলেন স্বামী বিবেকানন্দ সরশুনা বাসস্ট্যান্ড থেকে দেশের প্রজাতন্ত্র দিবসের দুটি নতুন বাস পরিসেবা চালু করবেন। এদিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সহায়তায়, সর্বোপরি কেন্দ্রে বিধায়ক ডঃ পার্থ চট্টোপাধ্যায় উদ্যোগে  চালু হল বেহালা সরশুনা থেকে দীঘা পর্যন্ত  এবং সরশুনা তারাপিঠ ভায়া দক্ষিনেশ্বর এই দুটি বাস পরিষেবা।  এদিন প্রজাতন্ত্র দিবসের শুভক্ষণে ফ্ল্যাগ নাড়িয়ে এই দুটি বাস পরিষেবার শুভ উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিক কিরন কুমার গোদালা, কলকাতা পুরসভার বোর্ড অব এডমিনিস্ট্রেটর অভিজিৎ মুখার্জি কো-অর্ডিনেটর ঘনশ্রী বাগ, সঞ্চিতা দাস সহ বিশিষ্টরাজনেরা।

কোদালিয়ায় বসু পরিবারের উত্তরসূরিদের সঙ্গে নেতাজি প্রসঙ্গে আলোচনার মাধ্যমে শ্রদ্ধা জানাল 'ঐক্য বাংলা'

Image
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : নেতাজি সুভাষচন্দ্র বসু মানেই বাঙালির প্রিয় একজন মহানায়ক। চিরকাল বাঙালি সুভাষ - বন্দনায় নিজেকে উজাড় করে দিয়েছে। ‌ কোভিড পরবর্তী সময়েও তার ব্যতিক্রম হল না।  খুব স্বাভাবিকভাবেই সুভাষ-স্মরণে পথে নামল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'ও।  ২৩শে জানুয়ারি সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি কোদালিয়ায় গিয়ে সেখানে গিয়ে বহুমুখী কর্মসূচির মাধ্যমে তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন 'ঐক্য বাংলা'র সদস্যরা।  তবে স্থান হিসেবে কোদালিয়া বেছে নেওয়া হল কেন ? উত্তরে 'ঐক্য বাংলা'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানালেন, " নেতাজি সুভাষচন্দ্র বসু বলতেই আমাদের সামনে ভেসে ওঠে সেই বিখ্যাত এলগিন রোডের বাড়ি, শ্যামবাজার পাঁচ মাথার মোড়। কারো কাছে নেতাজি মানে প্রেসিডেন্সি কলেজ। এছাড়াও উডবার্ণ রোডের বিখ্যাত বাড়িটাও আলোচিত হয়।  কিন্তু জানকীনাথ বসুর জন্মস্থান, সুভাষচন্দ্র বসুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা সুভাষগ্রামের কাছেই কোদালিয়ায় অবস্থিত বসু পরিবারের এই বিখ্যাত বাড়িটা স্মৃতির অন্তরালে চলে গিয়েছে...

ক্যান্সার চিকিৎসায় আগরপাড়ার মেডেলা ক্যান্সার কিউর সেন্টার

Image
  রাজীব মুখার্জী, আগরপাড়াঃ ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন এবং কেমোথেরাপি নিয়ে পথ চলা শুরু করলো আগরপাড়ার মেডেলা ক্যান্সার কিউর সেন্টার। তারই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর ড:রাজেশ জিন্দল, এস.কে আগরওয়াল ও ড: অপূর্ব কাবাসী।

কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশিত হলো ‘দ্য রিয়েল ক্রাইসিস’ নামক একটি ডিজিটাল বুকলেট

Image
রাজীব মুখার্জী, কলকাতাঃ কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশিত হলো ‘দ্য রিয়েল ক্রাইসিস’ নামক একটি ডিজিটাল বুকলেট ; যেটা জে. কৃষ্ণমূর্তির ৫ দশক ধরে মানব জাতির সংকটের মুখোমুখি সংলাপ এবং লেখা শীর্ষক এর অংশ। এই বইটির মাধ্যমে মানব জাতির সংকটের কারণ এবং কি তার প্রতিকার সেটা উপস্থাপনা করেছে।   কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন ইন্ডিয়া (কেএফআই), একজন দার্শনিক, ধর্মীয় শিক্ষক, বক্তা এবং লেখক - জিদ্দু কৃষ্ণমূর্তি দ্বারা প্রতিষ্ঠিত, যারা বর্তমান সময়ে বর্তমান মহামারীর জবাবে একটি ডিজিটাল বই - দ্য রিয়েল ক্রাইসিস প্রকাশ করেছে। এই বইটিতে জে কৃষ্ণমূর্তির আলোচনা এবং ১৯৩৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত পাঁচ দশকের লেখা ও সংলাপের অংশ বিশেষ রয়েছে। রিয়েল ক্রাইসিস ডিজিটাল বইটি অনলাইনে www.kfionline.org এ ৯ টি ভারতীয় ভাষা, হিন্দি, তামিল, মারাঠি, গুজরাটি, মালায়ালাম, কান্নাডা, তেলুগু, বাংলা, ও ওডিয়ার পাশাপাশি ইংরেজিতেও পাওয়া যাবে।জিদ্দু কৃষ্ণমূর্তি (১৮৯৫-১৯৮৬) ২০ শতকের অন্যতম প্রভাবশালী ধর্মীয় শিক্ষকদের মধ্যে একজন। তাঁকে আমাদের সময়ের অন্যতম উল্লেখযোগ্য বক্তা এবং একজন হিসাবে বিবেচনা করা হয় যা মানবচেতনায় সবচেয...

একই ছাদের নিচে বিনিয়োগ পরিষেবায় হাজির সাই ফিনগ্রোথ প্রাইভেট লিমিটেড

Image
রাজীব মুখার্জী, কলকাতাঃ কলকাতার ১৫২/২ সি এপিসি রোডে উদ্বোধন হয়ে গেল সাই ফিনগ্রোথ প্রাইভেট লিমিটেড নামক এক  ফিনান্সিয়াল কনসালটেন্সির। যেখানে থাকছে জীবন বীমা, সাধারণ বীমা, মিউচুয়াল ফান্ড,  ইত্যাদি সহ একাধিক পরিষেবা। বিনিয়োগের রাস্তায় রয়েছে হাজারো পলিসির ভিড়। ফলে অনেক সময় চাহিদা অনুযায়ী  একাধিক জায়গায় বিনিয়োগের ফলে দেখা যায় একাধিক সমস্যা। এবার সেই সমস্যার সমাধানে এসে গেল সাই ফিনগ্রোথ প্রাইভেট লিমিটেড । এমনই মত সাই ফিনগ্রোথ প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর শ্রী অবিনাশ কুমার জয়সওয়াল।এলআইসি-র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন অবিনাশ।  দীর্ঘ সতেরো বছর ধরে নিজের কেরিয়ার জীবনে নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। গত দুবছর ধরে  তিনি নিযুক্ত চিফ অ্যাডভাইজার পদে  এবং একইসঙ্গে এলআইসি কেএমডিও-১ ডিভিশনের ১ নম্বর বিক্রেতা হিসাবে সম্মানিত হয়েছেন।এই সংস্থায় থাকছে ইউনাইটেড ইন্ডিয়া এবং স্টার হেলথ কোম্পানির স্বাস্থ্য বিমার সুবিধা। রয়েছে এইচডিএফসি এবং ইউটিআই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিষেবা। একইসঙ্গে আছে এলআইসি-এইচএফএল  এবং এসবিআই হোম লোনের সুব্যবস্...

প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে কচ্ছপের মাংস বিক্রি

Image
নিজস্ব প্রতিবেদন,দক্ষিন দিনাজপুরঃ বহুদিন ধরেই গঙ্গারামপুরে একেবারে প্রশাসনের নাকের ডগায় বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে কচ্ছপের মাংস বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ৷ বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়া সত্ত্বেও কোনো ফল হয়নি৷ তবে কিছু সংখ্যক অসাধু কচ্ছপ ব্যবসায়ী ধরা পড়লেও কিছু অজানা কারণে আবার তারা ছাড়াও পেয়েও গিয়েছেন৷ গঙ্গারামপুরের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে এই অসাধু ব্যবসায়ীরা কচ্ছপ কেটে বিক্রি করছেন৷ কিন্তু কি করে তারা দিনের আলোয় এই কাজগুলো করতে সাহস পায়? নাকি প্রশাসন সব জেনেও চুপ করে আছে৷ স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করে বলেন, রবিবার গঙ্গারামপুর শহরের শিববাড়ি হাট সবচেয়ে বড়ো হাট৷ পাশাপাশি গঙ্গারামপুর থানার ঢিল ছোড়া দূরত্বে সোমবার নিউমার্কেটের হাট, এই দুই জায়গায় সপ্তাহে দুদিন প্রকাশ্যে নৃশংসভাবে কচ্ছপগুলোকে হত্যা করে শুধু মাত্র বেশি টাকার লোভে বিক্রি করে চলেছে৷ প্রশাসন কেন কিছু বলে না জানি না আমাদের মনে হয় পুলিশের সঙ্গে এইসব অসাধু ব্যবসায়ীদের গোপন আঁতাত রয়েছে৷বিলুপ্ত প্রায় প্রাণী হিসেবে বর্তমানে কচ্ছ...

পাড়ায় পাড়ায় ১২৫তম নেতাজী জন্মজয়ন্তী পালনের প্রস্তুতি

Image
সমীরণ দাস,কলকাতা:বাংলার গর্ব স্বাধীনতার কান্ডারী বীর সুভাষ চন্দ্রের ১২৫তম জন্মজয়ন্তী পালন হতে চলেছে আগামীকাল। পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, সরকারী দফতরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বর্ণ উজ্জ্বল দিনটিকে পালন করতে বাংলার মাটিতে উপস্থিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগামীকাল সকল ভারতবাসী স্বাধীনতা আন্দোলনের এক বীর সেনানিকে সন্মান জানাতে প্রস্তুত। সকলের মুখে উঠবে আওয়াজ বন্দেমাতারাম, নেতাজী জিন্দাবাদ, নেতাজী অমর রহে।

মন্ত্রীত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ মন্ত্রিত্ব থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধায়ের। দীর্ঘদিন ধরেই রাজভবনে কোনো মন্ত্রী সভায় আসছিলেন না তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের নানা মন্তব্য নিয়ে এতদিন ধরে সৃষ্টি হচ্ছিল নানা জল্পনা। শেষ মেষ রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রীত্ব ছাড়লেন । তবে দল এখনও ছাড়ার সিদ্ধান্ত তিনি প্রকাশ করেননি। আজ রাজ্য সরকারকে চিঠি লিখে তার এই দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানান তিনি। রাজভবনে তিনি যাচ্ছেন । 

পথ দূর্ঘটনায় মৃত্যু এক সাংবাদিকের গুরুতর আহত আরেকজন

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ আজ সকালে বাইক নিয়ে বেরোনোর সময় রাস্তার পাশের এক গাছের গুড়িতে ধাক্কা লাগে। আর তার জেরে ছিটকে পড়ে যান কলকাতার দুই সাংবাদিক। প্রত্যক্ষদর্শী কয়েকজন সুইগি কোম্পানিতে কর্মরত কর্মীরা দেখতে পেলে তাদের স্থানীয় এক বেসরকারী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা একজন সাংবাদিককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে লর্ডসের মোড়ের কাছে।  বাইকের গতি বেশি ছিল আর গাড়ির গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। মৃত সাংবাদিকের নাম সোহম মল্লিক । গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে এখন চিকিৎসাধীন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তারা দুজনেই একটি স্বনামধন্য বেসরকারী টিভি নিউজ চ্যানেলে কর্মরত ছিলেন। 

বিবেক মেলা ২১ চলছে কলকাতার হরিশ পার্কে

Image
  সমীরণ দাস, কলকাতা: এক টুকরো আনন্দের মিলন ক্ষেত্র বিবেকমেলা ২১ চলছে কলকাতার হরিশ পার্কে। গত ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে আগামী ২৩ শে জানুয়ারি ২০২১ পর্যন্ত। ফুচকা, ভেলপুরি, চাট, মোগলাই, চাইনিজ খাবারের দোকনসহ রকমারী হাতের কাজ, বিভিন্ন রাইডস, ছোটদের প্যাডেল বোট ওয়াটার রাইডস এই মেলায় উপস্থিত। বাচ্ছা থেকে বড় সবার জন্য আয়োজন এই মেলার। প্রতিবছর বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়ে থাকে। কোরোনা অতিমারীর কে মাথায় রেখে এই মেলার আয়োজন করা হয়েছে।  প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বিচিত্রানুষ্ঠান। আজ অর্থাৎ ২১ শে জানুয়ারি সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী অন্বেষা। সংবর্ধনা দেওয়া হলো মন্ত্রী সাধন পাণ্ডে কে। এতো সতর্কতা মূলক প্রচার সত্বেও মাস্কবিহীন ভাবে ঘুরতে দেখা গেল বহু মানুষকে। এই বিবেক মেলার মঞ্চেও মন্ত্রী সাধন পাণ্ডে সুবিধাবাদী বিজেপির সমালোচনা করতে ছাড়লেন না। সর্বপরি মেলার প্রাঙ্গণ ভোরে উঠেছে উঠতি যুবক যুবতীদের ভীড়ে।

কার্তিকের কৃতিত্বে উদ্ধার ২ বিরল কচ্ছপ

Image
  বেশ কয়েকদিন আগে মায়ের চিকিৎসার জন্য জমানো ১৭০০ টাকার বিনিময়ে ৭ টি বিলুপ্তপ্রায় প্রজাতির কাছিম ক্রয় করে  বনদপ্তরের হাতে তুলে দিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিলেন আমতা থানার ২ নং ব্লকের ঝামটিয়া গ্রামের যুবক কার্তিক সাঁতরা।পরিবেশ প্রেমী, পেশায় দিনমজুর কার্তিক সাঁতরার নেশা বন্যপ্রাণ রক্ষা করে সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়া।আবারও গতবারের বন্যপ্রাণ উদ্ধারের ঘটনার পুনরাবৃত্তি হল কার্তিক সাঁতরার সাথে।গত ২০ই জানুয়ারি সংস্কারের উদ্দেশ্যে ঝামটিয়া গ্রামের একটি মজে যাওয়া পানা পুকুরের জল স্থানান্তরের সময় ওই পানা পুকুর থেকে চারটি  লুপ্তপ্রায়  প্রজাতির কচ্ছপ ধরা পরে। পুকুরের মালিক কাছিম চারটির মূল্য ধার্য্য করেন ১২০০টাকা যা অন্য এক ব্যক্তি ক্রয় করতে চায়। কিন্তু গতবারের ঘটনা মাথায় রেখে গ্রামের কিছু সচেতন যুবক কচ্ছপ চারটিকে কার্তিক সাঁতরার বাড়িতে নিয়ে আসে। কার্তিক  ৭০০ টাকার বিনিময়ে কচ্ছপ চারটি ক্রয়করে  নিকটবর্তী জয়পুর থানার পুলিশ অফিসারদের কাছে দ্বারস্থ হয়। এবং আজ দুপুর ২ টো নাগাদ বনদপ্তরের হাতে কাছিম গুলি তুলে দেন।দিনমজুর কার্তিক সাঁতরার এহেন বন্যপ্রেম দেখে জয়পুর থানার পুলি...

*অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি নিয়ে মুক্তি পেতে চলছে ম্যাজিক*

Image
রাজীব মুখার্জী,কলকাতাঃ চলতি বছরেই আগামী ১২ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রাজা চন্দ পরিচালিত, অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত সিনেমা "ম্যাজিক"। দীর্ঘদিন ধরে ভক্তদের অনুরোধে এবার সিনেমার পর্দায় অঙ্কুশ- ঐন্দিলা জুটিতে দেখতে পাওয়া যাবে। আশা করা যাচ্ছে ম্যাজিক দর্শকদের কাছে একগুচ্ছ চমক নিয়ে আসবে।  এসএসজি এন্টারটেনমেন্ট প্রযোজিত সিনেমা ম্যাজিকের মিউজিক লঞ্চ পার্টি হয়ে গেলো গতকাল কলকাতার ট্রাম ডিপো রেস্তোরাঁতে। এই মিউজিক লঞ্চ পার্টিতে উপস্থিত ছিলেন এসএসজি এন্টারটেইনমেন্ট এর কর্ণধার সুমন সেনগুপ্ত, অভিনেতা অঙ্কুশ, অভিনেত্রী ঐন্দ্রিলা,গায়ক অনুপম রায়, গায়িকা অন্বেষা, সঙ্গীত সুরকার ডাব্বু, গীতিকার রাজীব দত্ত। সিনেমাটিতে সমস্ত গানের সুর দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত সুরকার ডাব্বু। ম্যাজিক এর টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অনুপম রায়। ডাব্বুর সুরে অনুপম রায় এর এটি প্রথম গান ।  বাংলা সিনেমাতে অনুপম রায়ের অনেক গান শোনা গেলেও ম্যাজিকে অনুপম রায়ের কন্ঠে টাইটেল ট্র্যাকটি সিনেমাটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে। বাংলা সিনেমার গতানুগতিক গানগুলির থেকে ভিন্ন স্বাদের তিনটি গান দর্শকরা শুনতে পাবেন এই সিনেমা...

মাটিগাড়ায় একাধিক পিস্তল ও কার্তুজ সহ ধৃত চার

Image
ভাস্কর বাগচী, শিলিগুড়িঃ মাটিগাড়া থানায় বেশকিছু পিস্তল সহ ৪ জনকে গ্রেপ্তার করা হল। আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে একাধিক পিস্তল ও কার্তুজ পাওয়া গিয়েছে। বিক্রির জন্য পিস্তল ও কার্তুজ আনা হয়েছিল।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি আলাদা মামলা এই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সুমন চৌধুরী, ভানু কুমার, মহম্মদ সাদ্দাম আলম ও রাহুল ত্রিক্ষত্রী। পুলিশ সূত্রে খবর সব মিলিয়ে প্রায় ৯১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।  রাহুল কালিম্পংয়ের বাসিন্দা। বাকিরা বিহারের বাসিন্দা। ১৪ দিনের হেফাজতে নিয়েছে

"ভারতীয়দের কোনো সময় আন্ডারএস্টিমেট করা উচিৎ নয় "

সমীরণ দাস, কলকাতা: " ভারতীয়দের কোনো সময় আন্ডারএস্টিমেট" করা উচিৎ নয়" ।  হ্যাঁ এমনি এক চাঞ্চল্যকর মন্তব্য ফুটে উঠলো বিদেশি এক ধারা ভাষ্যকারের মুখে।  অস্ট্রেলিয়াতে ভারতের প্রথম সারির খেলোয়াড় ছাড়া  ঐতিহাসিক ক্রিকেট সিরিজ জয়ের পর, এমনি কথা শোনা গেল  ভাইরাল হওয়া এক ভিডিও থেকে। খেলার মাঠে ভারতের অদম্য মনোভাবকে এবং  জেতার মানসিকতা কে তুলে ধরতে এই শব্দ গুলো ব্যবহার করলেন টিভির প্রতিনিধি।  অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার টেস্টের ক্রিকেট দলকে হারানোর পর একই কথা ধনিত্ব হচ্ছে খেলার জগতে।

রাষ্ট্রীয় মন্সূরী সমাজের আসাম রাজ্যিক সভাপতি মনোনীত হলেন মাওলানা মহবুবুর রহমান

Image
নিজস্ব প্রতিবেদন, করিমগঞ্জঃ স্বীকৃতি প্রাপ্ত সর্ব ভারতীয় অগ্রণী সামিজিক সংগঠন সমূহের মধ্যে অন্যতম তথা আইএসও সার্টিফাইড,সদা সুকর্ম তৎপর সংগঠন *রাষ্ট্রীয় মন্সূরী সমাজ* এর আসাম রাজ্যিক সভাপতি মনোনীত হলেন করিমগঞ্জ জেলার পূর্ব কানিশাইল নিবাসী বিশিষ্ট ছড়াকার, কবি,লেখক,প্রতিবাদী কন্ঠ, মাওলানা মহবুবুর রহমান।রাষ্ট্রীয় অধ্যক্ষ ইউনুস মন্সূরী সাহেবের নির্দেশে এক পত্রযোগে তাঁকে এই পদে আসীন করেন রাষ্ট্রীয় সংযোজক ইসহাক্ব আহমদ মন্সূরী সাহেব। তাঁর এ নিযুক্তিলাভে পরিচিত মহলে খুশির জোয়ার বইছে । এ নিযুক্তি তাঁর সুপ্ত প্রতিভাকে আরোও প্রস্ফুটিত ও বিকশিত করবে বলে বিশ্লেষকদের অভিমত। বলা বাহুল্য, মাওলানা মহবুবুর রহমান সাহেব  এআইএনএসও এবং নেতাজী সুভাষ রিফর্মার্স সোসাইটি(বর্তমানে সংগ্রাম)র উত্তর পূর্ব ভারতের ইন্চার্জ পদেও আসীন আছেন।এছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক সংস্থার সাথে জড়িত।উল্লেখ্য,তিঁনি মোঃআব্দুল করিম সাহেব ও হানুফা খানমের কনিষ্টপুত্র  এবং পিডব্লিউডি ইঞ্জিনীয়ার মোঃআফজল হোসেন সাহেবের ছোটো ভাই।

"কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত বদলাতে দেওয়া হবে না" :কলকাতার বিস্তীর্ণ এলাকায় পোস্টার মেরে দাবি জানাল 'ঐক্য বাংলা'

Image
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : বিজেপি সাংসদ সুব্রাহ্মণ্যম স্বামী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত 'জন গণ মন' বদলাতে চেয়ে প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছেন। এই ঘটনার পর থেকেই স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আপামর বাঙালি সমাজ।  এবার বিজেপি সাংসদ সুব্রাহ্মণ্যম স্বামীর এই আবেদনের বিরুদ্ধে গত বুধবার ২৩শে ডিসেম্বর দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে পোস্টারিং কর্মসূচি গ্রহণ করল 'ঐক্য বাংলা'।   কেন এই কর্মসূচি গ্ৰহণ করা হল ?  উত্তরে 'ঐক্য বাংলা'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানান , " বিজেপি সাংসদ যেভাবে কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত বদলাতে চেয়েছেন তা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাঁর এই আবেদনের তীব্র বিরোধী আমরা। সুতরাং আমাদের প্রতিবাদটা আরো জোরালো ভাবে করার লক্ষ্যে ও আরো সংখ্যক বাঙালিকে এই বিষয়ে সচেতন করার জন্য সচেতন করার জন্য এই পোস্টারিং কর্মসূচি গ্রহণ করা হয়।"  এই ব্যাপারে ঐক্য বাংলার সামগ্রিক কর্মসূচির কথা বলতে গিয়ে সংগঠনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা অভিজিৎ গুহ নিয়োগী জানান," আমরা গত ১৩-২০ ডিসেম্বর 'জাতীয় সঙ্গীত সপ্তাহ' কর্মসূচি পালন করি য...

বাঙালিকে অপমানের অভিযোগ:ঐক্য বাংলাকে হুমকি বিজেপির রাকেশ সিং এর

Image
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অবাঙালি তোষণ করার জন্য।  এবার কার্যতঃ সেই একই অভিযোগ উঠল বিজেপির নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে।  ঠিক কি হয়েছিল ?  জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন আগে শ্রীরামপুরের একটি জনসভায় বিজেপি নেতা রাকেশ সিং বলেন, "এক বিহারী শো প্যায় ভারী" ।  ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আপামর বাঙালি সমাজ।  তবে ঘটনার প্রতিবাদ জানিয়ে এই বঙ্গ বিজেপি নেতার রোষের মুখে পড়ল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'।  কিন্তু কেন ? 'ঐক্য বাংলা'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানালেন, " বিজেপি নেতা রাকেশ সিং শ্রীরামপুরে দাঁড়িয়ে যেভাবে বাংলার ভূমিসন্তানদের হুমকি দিলেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যথারীতি তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে ফেসবুক ,টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা তার প্রতিবাদ জানাই।টুইটারে এই বিজেপি নেতা রীতিমত হুমকির সুরে আমাদের বলেন, আমরা যেন আবেগ নিয়ে না খেলি।  পরে যখন আমরা তাঁকে পাল্টা প্রশ্ন করি তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে হিন্দি ভাষায় বক্তৃতা ...

স্টার থিয়েটার নটি বিনোদিনী মঞ্চে "নি:শব্দ" ছবির পোস্টের লঞ্চ

Image
  সমীর দাস, কলকাতাঃ আমাদের দেশ সহ আমাদের রাজ্যে করোনা অতিমারীর প্রভাব একটু কমতেই সাধারণ মানুষ করোনা পূর্ববর্তী জীবনে ফেরার চেষ্টা করছে। সিনেমা শিল্প ও পিছিয়ে নেই। বাংলা ও হিন্দী ধারাবাহিকের শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলা সিনেমার শ্যুটিং এ বর্তমানে ব্যস্ত আছেন বহু নামি ও অনামি পরিচালকবৃন্দ,Aesthetic Art এর পরিচালনায় আর্ট ডিরেক্টর গৌতম দাসের স্টার থিয়েটার নটি বিনোদিনী মঞ্চে হয়ে গেলো"নিঃশব্দ" ছবির পোস্টার রিলিজ ।উপস্থিত ছিলেন পরিচালক পলাশ বৈরাগী, সাংবাদিক ও অভিনেতা সমীর দাস , বৈরাগী ফিল্মস এর প্রযোজক জূথিকা সাহা ও শিপ্রা রায় সহ বহু শিল্পী বৃন্দ।বৈরাগী ফিল্মস এর প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন সুমিত, উশষী, সৌমেন, সুবীর, সূদর্ষণ, সমীর দাস,তনুশ্রী  সহ বহু শিল্পী।এই ছবিতে গ্রাম্য ও শহরের প্রেমের দৃশ্য তুলে ধরেছেন পরিচালক পলাশ বৈরাগী। এক সাংবাদিক সম্মেলনে এই ছবির পরিচালক পলাশ বৈরাগী জানালেন জীবন মুখী ছবি এটি। ছবিটির চিত্রগ্রহণ নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা , বারুইপুর, রাম নগর, কলকাতার  সহ বিভিন্ন স্থানে হয়েছে বলে জানালেন পরিচালিক পলাশ বৈরাগী আরো জানালেন চলতি বছরে এই ছবিটি ...

বেহালা বিদ্যাসাগর হসপিটাল থেকে পালিয়ে গেল চিকিৎসাধীন রোগী

Image
  সমীরণ দাস, কলকাতা: বেহালা বিদ্যাসাগর হসপিটাল থেকে পালিয়ে গেল চিকিৎসাধীন রোগী।রোগীর নাম বিলাস পাড়ুই, বেড নাম্বার M30।বাড়ী জোকা অঞ্চলে।পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়ে ছিলেন। আজ সকাল থেকে ওয়ার্ডের বাথরুমে চিৎকার করতে থাকে "আমায় মেরে ফেললো" বলে। কিছুক্ষন পরে আউটপোস্ট পুলিশ এবং ওয়ার্ডের সহায়ক কর্মী মিলে দরজা খুলে বার করেন। বার করার পর থেকেই বলতে থাকে "আমি পালাবো,আমি ঠিক পালাবো"। হলোও তাই দুবার ধরে ফেলার পরও তৃতীয়বার মহিলা ওয়ার্ডের  ভিতর দিয়ে পালিয়ে যায়। সেই অর্থে পেশেন্ট পালিয়ে যাবার ব্যাপারে বেশী সক্রিয়তা লক্ষ করা গেল না। বিলাশের দিদি এসে কর্তব্যরত সিস্টার দিদিদের সাথে কথা বলতে গেলে একটা কাগজে সই করিয়ে নেন।  কি কাগজ বলতে বিলাসের দিদি সঠিকভাবে বলতে পারলেন না। এখন হসপিটালে দিদি অপেক্ষা করছেন যদি ভাইয়ের খোঁজ পাওয়া যায়।

অনাথ আশ্রমের বাচ্চাদের বড়দিনে উপহার প্রদান সান্তা সোহেল আরিজের

Image
  নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদঃ এ গল্পের সান্তা নয়। একেবারে বাস্তবে নেমে এলো সান্তা ক্লজ রুপে । নাম তার সোহেল রানা আলম। বড়দিন উপলক্ষ্যে বাচ্চাদের হাতে তুলে দিলেন রকমারি উপহার। সান্তা ক্লজের কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে বাচ্চা থেকে বড়ো সকলেরই। তবে বাস্তবে তা কতটা প্রাসঙ্গিক তা ঠিক জানা নেই।   অর্কিড ফাউন্ডেশন অফ ইন্ডিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান সোহেল সানন্দধাম অনাথ আশ্রমের বাচ্চাদের সামনে হাজির হলেন সান্তা রুপে। ২৫শে ডিসেম্বর অর্থ্যাৎ বড়দিনের দিন উৎযাপন করতে মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রাম সোনা রুপীতে অবস্থিত এই আশ্রমের ৫০ জন বাচ্চাদের হাতে দিলেন নানা রকম উপহার।   কেউ পেশায় চাকরি করেন। কেউ বা করেন ব্যবসা। নিজেদের ইচ্ছা পুরণে ব্যস্ত আমরা। কিন্তু যারা নিজেদের জীবনে মা বাবাকে পায়নি। পায়নি কারোর আদর , স্নেহ। অবহেলা, লাঞ্ছনা নিয়ে সংগ্রামের সাথে বড় হয়ে ওঠা। সেই রকম বেশ কিছু বাচ্চাদের মুখে হাসি ফোঁটালো সোহেল। জেলার এক প্রান্তে অবস্থিত ছোট্ট একটি গ্রাম; নাম তার সোনা রুপী সেখানে গিয়ে নিজের প্রচেষ্টায় বড়দিনের উপহার তুলে দিলেন সর্বহারা শিশুদের হাতে। সোহেল সান্তার ঝু...

৭ জানুয়ারি জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে এক বিশাল জনসভা করতে চলেছেন অভিষেক ব্যানার্জি তারই আগে চলছে প্রস্তুতি

Image
  জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হাতে হাত রেখে ময়দানে নামছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দরা, ঠিক তারই আগে তৃণমূল কংগ্রেসের ফাঁকফোকর ঠিক করতেই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করতে আসছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে হবে সেই জনসভা। ইতিমধ্যেই সেই সভাস্থল পরিদর্শন করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন। সভাস্থল পরিদর্শন করেছেন  তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস, মন্ত্রী বাচ্চু হাঁসদা, জেলার কো-অর্ডিনেটর ললিতা টিজ্ঞা, সুভাষ চাকী, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ও গঙ্গারামপুর থানার পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। ইতিমধ্যে দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে গঙ্গারামপুর শহর সহ  জেলা জুড়ে অভিষেক ব্যানার্জির জনসভাকে সামনে রেখে প্রচার করে চলেছেন কর্মী সমর্থকরা এবং তারই আগে গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক ব্যানার্জির জনসভার প্রস্তুতি চলছে জোর কদমে যার চিত্র ধরা পড়ল এদিন সংবাদমাধ্যমের ক্যামেরায়।জেলার প্রতিটি দলীয় কার্যালয়ে তৃণমূল...