কার্তিকের কৃতিত্বে উদ্ধার ২ বিরল কচ্ছপ

 


বেশ কয়েকদিন আগে মায়ের চিকিৎসার জন্য জমানো ১৭০০ টাকার বিনিময়ে ৭ টি বিলুপ্তপ্রায় প্রজাতির কাছিম ক্রয় করে  বনদপ্তরের হাতে তুলে দিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিলেন আমতা থানার ২ নং ব্লকের ঝামটিয়া গ্রামের যুবক কার্তিক সাঁতরা।পরিবেশ প্রেমী, পেশায় দিনমজুর কার্তিক সাঁতরার নেশা বন্যপ্রাণ রক্ষা করে সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়া।আবারও গতবারের বন্যপ্রাণ উদ্ধারের ঘটনার পুনরাবৃত্তি হল কার্তিক সাঁতরার সাথে।গত ২০ই জানুয়ারি সংস্কারের উদ্দেশ্যে ঝামটিয়া গ্রামের একটি মজে যাওয়া পানা পুকুরের জল স্থানান্তরের সময় ওই পানা পুকুর থেকে চারটি  লুপ্তপ্রায়  প্রজাতির কচ্ছপ ধরা পরে। পুকুরের মালিক কাছিম চারটির মূল্য ধার্য্য করেন ১২০০টাকা যা অন্য এক ব্যক্তি ক্রয় করতে চায়। কিন্তু গতবারের ঘটনা মাথায় রেখে গ্রামের কিছু সচেতন যুবক কচ্ছপ চারটিকে কার্তিক সাঁতরার বাড়িতে নিয়ে আসে। কার্তিক  ৭০০ টাকার বিনিময়ে কচ্ছপ চারটি ক্রয়করে  নিকটবর্তী জয়পুর থানার পুলিশ অফিসারদের কাছে দ্বারস্থ হয়। এবং আজ দুপুর ২ টো নাগাদ বনদপ্তরের হাতে কাছিম গুলি তুলে দেন।দিনমজুর কার্তিক সাঁতরার এহেন বন্যপ্রেম দেখে জয়পুর থানার পুলিশ কর্মীরা অত্যন্ত খুশি।বন বিভাগের কর্মীরাও তাঁর এই কাজের প্রশংসা করেছেন।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক