পাড়ায় পাড়ায় ১২৫তম নেতাজী জন্মজয়ন্তী পালনের প্রস্তুতি
সমীরণ দাস,কলকাতা:বাংলার গর্ব স্বাধীনতার কান্ডারী বীর সুভাষ চন্দ্রের ১২৫তম জন্মজয়ন্তী পালন হতে চলেছে আগামীকাল। পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, সরকারী দফতরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বর্ণ উজ্জ্বল দিনটিকে পালন করতে বাংলার মাটিতে উপস্থিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগামীকাল সকল ভারতবাসী স্বাধীনতা আন্দোলনের এক বীর সেনানিকে সন্মান জানাতে প্রস্তুত। সকলের মুখে উঠবে আওয়াজ বন্দেমাতারাম, নেতাজী জিন্দাবাদ, নেতাজী অমর রহে।
Comments
Post a Comment