বেহালা বিদ্যাসাগর হসপিটাল থেকে পালিয়ে গেল চিকিৎসাধীন রোগী

 


সমীরণ দাস, কলকাতা: বেহালা বিদ্যাসাগর হসপিটাল থেকে পালিয়ে গেল চিকিৎসাধীন রোগী।রোগীর নাম বিলাস পাড়ুই, বেড নাম্বার M30।বাড়ী জোকা অঞ্চলে।পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়ে ছিলেন। আজ সকাল থেকে ওয়ার্ডের বাথরুমে চিৎকার করতে থাকে "আমায় মেরে ফেললো" বলে। কিছুক্ষন পরে আউটপোস্ট পুলিশ এবং ওয়ার্ডের সহায়ক কর্মী মিলে দরজা খুলে বার করেন। বার করার পর থেকেই বলতে থাকে "আমি পালাবো,আমি ঠিক পালাবো"। হলোও তাই দুবার ধরে ফেলার পরও তৃতীয়বার মহিলা ওয়ার্ডের  ভিতর দিয়ে পালিয়ে যায়। সেই অর্থে পেশেন্ট পালিয়ে যাবার ব্যাপারে বেশী সক্রিয়তা লক্ষ করা গেল না। বিলাশের দিদি এসে কর্তব্যরত সিস্টার দিদিদের সাথে কথা বলতে গেলে একটা কাগজে সই করিয়ে নেন।  কি কাগজ বলতে বিলাসের দিদি সঠিকভাবে বলতে পারলেন না। এখন হসপিটালে দিদি অপেক্ষা করছেন যদি ভাইয়ের খোঁজ পাওয়া যায়।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক