"ভারতীয়দের কোনো সময় আন্ডারএস্টিমেট করা উচিৎ নয় "
সমীরণ দাস, কলকাতা:"ভারতীয়দের কোনো সময় আন্ডারএস্টিমেট" করা উচিৎ নয়"। হ্যাঁ এমনি এক চাঞ্চল্যকর মন্তব্য ফুটে উঠলো বিদেশি এক ধারা ভাষ্যকারের মুখে।
অস্ট্রেলিয়াতে ভারতের প্রথম সারির খেলোয়াড় ছাড়া ঐতিহাসিক ক্রিকেট সিরিজ জয়ের পর, এমনি কথা শোনা গেল ভাইরাল হওয়া এক ভিডিও থেকে। খেলার মাঠে ভারতের অদম্য মনোভাবকে এবং জেতার মানসিকতা কে তুলে ধরতে এই শব্দ গুলো ব্যবহার করলেন টিভির প্রতিনিধি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার টেস্টের ক্রিকেট দলকে হারানোর পর একই কথা ধনিত্ব হচ্ছে খেলার জগতে।
Comments
Post a Comment