স্টার থিয়েটার নটি বিনোদিনী মঞ্চে "নি:শব্দ" ছবির পোস্টের লঞ্চ


 

সমীর দাস, কলকাতাঃ আমাদের দেশ সহ আমাদের রাজ্যে করোনা অতিমারীর প্রভাব একটু কমতেই সাধারণ মানুষ করোনা পূর্ববর্তী জীবনে ফেরার চেষ্টা করছে। সিনেমা শিল্প ও পিছিয়ে নেই। বাংলা ও হিন্দী ধারাবাহিকের শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলা সিনেমার শ্যুটিং এ বর্তমানে ব্যস্ত আছেন বহু নামি ও অনামি পরিচালকবৃন্দ,Aesthetic Art এর পরিচালনায় আর্ট ডিরেক্টর গৌতম দাসের স্টার থিয়েটার নটি বিনোদিনী মঞ্চে হয়ে গেলো"নিঃশব্দ" ছবির পোস্টার রিলিজ ।উপস্থিত ছিলেন পরিচালক পলাশ বৈরাগী, সাংবাদিক ও অভিনেতা সমীর দাস , বৈরাগী ফিল্মস এর প্রযোজক জূথিকা সাহা ও শিপ্রা রায় সহ বহু শিল্পী বৃন্দ।বৈরাগী ফিল্মস এর প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন সুমিত, উশষী, সৌমেন, সুবীর, সূদর্ষণ, সমীর দাস,তনুশ্রী  সহ বহু শিল্পী।এই ছবিতে গ্রাম্য ও শহরের প্রেমের দৃশ্য তুলে ধরেছেন পরিচালক পলাশ বৈরাগী। এক সাংবাদিক সম্মেলনে এই ছবির পরিচালক পলাশ বৈরাগী জানালেন জীবন মুখী ছবি এটি। ছবিটির চিত্রগ্রহণ নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা , বারুইপুর, রাম নগর, কলকাতার  সহ বিভিন্ন স্থানে হয়েছে বলে জানালেন পরিচালিক পলাশ বৈরাগী আরো জানালেন চলতি বছরে এই ছবিটি মুক্তি পাবে হলে ওটিপি প্লাটফর্মে। 

বৈরাগী ফিল্মস এর ব্যানার এ এই ছবির কাহিনী লিখেছেন জুথিকা সাহা। চিত্রনাট্য ও সংলাপ পলাশ বৈরাগী। সিনেমা চিত্র গ্রহণ কুশ মান্না ও সংগীত পরিচালনা করেছেন কার্তিক চন্দ্র দাস। সম্পাদনা ও কার্যনির্বাহী প্রযোজনা সৌমেন দাস, সিনেমা প্রচারক সমীর দাস, মেক আপ ও আর্ট ডিরেকশন করেছেন পৌলমী কর্মকার ও গৌতম দাস।এই সিনেমার বিশিষ্ট অভিনেতা ও সাংবাদিক সমীর দাস জানালেন সাংবাদিকতার পাশাপাশি  অবতার, চরৈবেতি, ছোট মুখে বড় কথা, জোনাকী মত একাধিক ছোট ও বড় ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এর আগে। সব মিলিয়ে আমরা সবাই এই ছবির অপেক্ষায় রইলাম।

 


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো