বিবেক মেলা ২১ চলছে কলকাতার হরিশ পার্কে

 


সমীরণ দাস, কলকাতা: এক টুকরো আনন্দের মিলন ক্ষেত্র বিবেকমেলা ২১ চলছে কলকাতার হরিশ পার্কে। গত ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে আগামী ২৩ শে জানুয়ারি ২০২১ পর্যন্ত। ফুচকা, ভেলপুরি, চাট, মোগলাই, চাইনিজ খাবারের দোকনসহ রকমারী হাতের কাজ, বিভিন্ন রাইডস, ছোটদের প্যাডেল বোট ওয়াটার রাইডস এই মেলায় উপস্থিত। বাচ্ছা থেকে বড় সবার জন্য আয়োজন এই মেলার। প্রতিবছর বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়ে থাকে। কোরোনা অতিমারীর কে মাথায় রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। 



প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বিচিত্রানুষ্ঠান। আজ অর্থাৎ ২১ শে জানুয়ারি সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী অন্বেষা। সংবর্ধনা দেওয়া হলো মন্ত্রী সাধন পাণ্ডে কে। এতো সতর্কতা মূলক প্রচার সত্বেও মাস্কবিহীন ভাবে ঘুরতে দেখা গেল বহু মানুষকে। এই বিবেক মেলার মঞ্চেও মন্ত্রী সাধন পাণ্ডে সুবিধাবাদী বিজেপির সমালোচনা করতে ছাড়লেন না। সর্বপরি মেলার প্রাঙ্গণ ভোরে উঠেছে উঠতি যুবক যুবতীদের ভীড়ে।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের