*অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি নিয়ে মুক্তি পেতে চলছে ম্যাজিক*


রাজীব মুখার্জী,কলকাতাঃ চলতি বছরেই আগামী ১২ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রাজা চন্দ পরিচালিত, অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত সিনেমা "ম্যাজিক"। দীর্ঘদিন ধরে ভক্তদের অনুরোধে এবার সিনেমার পর্দায় অঙ্কুশ- ঐন্দিলা জুটিতে দেখতে পাওয়া যাবে। আশা করা যাচ্ছে ম্যাজিক দর্শকদের কাছে একগুচ্ছ চমক নিয়ে আসবে। 



এসএসজি এন্টারটেনমেন্ট প্রযোজিত সিনেমা ম্যাজিকের মিউজিক লঞ্চ পার্টি হয়ে গেলো গতকাল কলকাতার ট্রাম ডিপো রেস্তোরাঁতে। এই মিউজিক লঞ্চ পার্টিতে উপস্থিত ছিলেন এসএসজি এন্টারটেইনমেন্ট এর কর্ণধার সুমন সেনগুপ্ত, অভিনেতা অঙ্কুশ, অভিনেত্রী ঐন্দ্রিলা,গায়ক অনুপম রায়, গায়িকা অন্বেষা, সঙ্গীত সুরকার ডাব্বু, গীতিকার রাজীব দত্ত।
সিনেমাটিতে সমস্ত গানের সুর দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত সুরকার ডাব্বু। ম্যাজিক এর টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অনুপম রায়। ডাব্বুর সুরে অনুপম রায় এর এটি প্রথম গান ।  বাংলা সিনেমাতে অনুপম রায়ের অনেক গান শোনা গেলেও ম্যাজিকে অনুপম রায়ের কন্ঠে টাইটেল ট্র্যাকটি সিনেমাটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে।

বাংলা সিনেমার গতানুগতিক গানগুলির থেকে ভিন্ন স্বাদের তিনটি গান দর্শকরা শুনতে পাবেন এই সিনেমাটিতে। সিনেমাটির গল্পের বুননে গানগুলি তৈরি হয়েছে। ডাব্বু তাঁর সুরে সুরে সিনেমাটির গল্প শোনাতে চেয়েছেন তার শ্রোতাদেরকে।এছাড়া সিনেমাটিতে অন্য দুটি গান গেয়েছেন শান, অন্বেষা ও অন্তরা মিত্র।


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ