বেহালার সরশুনা থেকে চালু হলো সরাসরি দীঘা এবং তারাপীঠ বাস পরিষেবা



সমীরণ দাস : কলকাতা: কথা রাখলেন বেহালা পশ্চিম কেন্দ্রের মাননীয় বিধায়ক ডঃ পার্থ চট্টোপাধ্যায়। যুব সমাজের প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁরই নামাঙ্কিত বেহালা পশ্চিম কেন্দ্রের অন্তর্গত সরশুনা বাস টার্মিনালের উদ্বোধন করতে এসে ঘোষণা করেছিলেন স্বামী বিবেকানন্দ সরশুনা বাসস্ট্যান্ড থেকে দেশের প্রজাতন্ত্র দিবসের দুটি নতুন বাস পরিসেবা চালু করবেন। এদিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সহায়তায়, সর্বোপরি কেন্দ্রে বিধায়ক ডঃ পার্থ চট্টোপাধ্যায় উদ্যোগে  চালু হল বেহালা সরশুনা থেকে দীঘা পর্যন্ত  এবং সরশুনা তারাপিঠ ভায়া দক্ষিনেশ্বর এই দুটি বাস পরিষেবা।  এদিন প্রজাতন্ত্র দিবসের শুভক্ষণে ফ্ল্যাগ নাড়িয়ে এই দুটি বাস পরিষেবার শুভ উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিক কিরন কুমার গোদালা, কলকাতা পুরসভার বোর্ড অব এডমিনিস্ট্রেটর অভিজিৎ মুখার্জি কো-অর্ডিনেটর ঘনশ্রী বাগ, সঞ্চিতা দাস সহ বিশিষ্টরাজনেরা।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের