রাষ্ট্রীয় মন্সূরী সমাজের আসাম রাজ্যিক সভাপতি মনোনীত হলেন মাওলানা মহবুবুর রহমান
নিজস্ব প্রতিবেদন, করিমগঞ্জঃ স্বীকৃতি প্রাপ্ত সর্ব ভারতীয় অগ্রণী সামিজিক সংগঠন সমূহের মধ্যে অন্যতম তথা আইএসও সার্টিফাইড,সদা সুকর্ম তৎপর সংগঠন *রাষ্ট্রীয় মন্সূরী সমাজ* এর আসাম রাজ্যিক সভাপতি মনোনীত হলেন করিমগঞ্জ জেলার পূর্ব কানিশাইল নিবাসী বিশিষ্ট ছড়াকার, কবি,লেখক,প্রতিবাদী কন্ঠ, মাওলানা মহবুবুর রহমান।রাষ্ট্রীয় অধ্যক্ষ ইউনুস মন্সূরী সাহেবের নির্দেশে এক পত্রযোগে তাঁকে এই পদে আসীন করেন রাষ্ট্রীয় সংযোজক ইসহাক্ব আহমদ মন্সূরী সাহেব। তাঁর এ নিযুক্তিলাভে পরিচিত মহলে খুশির জোয়ার বইছে । এ নিযুক্তি তাঁর সুপ্ত প্রতিভাকে আরোও প্রস্ফুটিত ও বিকশিত করবে বলে বিশ্লেষকদের অভিমত। বলা বাহুল্য, মাওলানা মহবুবুর রহমান সাহেব এআইএনএসও এবং নেতাজী সুভাষ রিফর্মার্স সোসাইটি(বর্তমানে সংগ্রাম)র উত্তর পূর্ব ভারতের ইন্চার্জ পদেও আসীন আছেন।এছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক সংস্থার সাথে জড়িত।উল্লেখ্য,তিঁনি মোঃআব্দুল করিম সাহেব ও হানুফা খানমের কনিষ্টপুত্র এবং পিডব্লিউডি ইঞ্জিনীয়ার মোঃআফজল হোসেন সাহেবের ছোটো ভাই।
Comments
Post a Comment