অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে লিজেন্ড অফ বেঙ্গল এওয়ার্ড - ২০২১

 


গোপাল দেবনাথ, কলকাতাঃ দেশজুড়ে যেমন বহু রাজনৈতিক সংগঠন আছে ঠিক তেমনই মানবাধিকার নিয়ে কাজ করে এই রকম অগুনতি সংগঠন আছে। কেবল নামে সংগঠন থাকলে তো হবে না কাজেও প্রমান করে দেখাতে হবে। আমাদের দেশে যত সংখ্যক মানবাধিকার সংগঠন আছে তাদের মধ্যে অন্যতম অল ইন্ডিয়া হিউম্যান রাইটস। এই সংগঠন মানুষের কথা বলে। মানুষের অধিকারের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে লড়াই করে। দুঃস্থ ও নিপীড়িত মানুষের মুখে সারাবছর ধরে অন্ন তুলে দেয়। এই মানবাধিকার সংগঠন করোনা অতিমারীর পরে গত ২৪শে জানুয়ারি ডালহৌসি এথলেটিক ক্লাবে প্রকৃত কাজের মানুষদের সন্মান জানানোর উদ্দেশ্যে লিজেন্ড অফ বেঙ্গল -২০২১ সম্মাননা প্রদানের আয়োজন করেন। ব্যক্তিগত ভাবে কাজের স্বীকৃতি স্বরূপ বহু গুণীজনদের সন্মান প্রদান করা হয়। সেই সাথে বহু সংস্থাকেও একই মঞ্চে পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়। 



এই সব কর্মকান্ডের যিনি প্রাণপুরুষ তিনি হলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জী। ওই দিনের অনুষ্ঠান মঞ্চে যারা পুরস্কৃত ও সম্মানিত হলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রাজন সিদ্দিকী যুবনেতা জে ডি ইউ বিহার, ডঃ অরুন জ্যোতি ভিক্ষু, অভিনেত্রী শ্রীমতি শকুন্তলা বড়ুয়া, সোনালী চৌধুরী, লাজবন্তী রায়, মনীষা চক্রবর্তী, অভিনেতা শ্রী শুভাশীষ মুখার্জী, জয়জিৎ ব্যানার্জী, সাহেব চট্টোপাধ্যায়, পরিচালক ও অভিনেতা অনিন্দ্য সরকার এবং বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় সহ  গুণীজন। গুণীজনদের হাতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলেদেন সংস্থার সংস্হার চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জী সহ অভিনেতা ও অভিনেত্রীরা। সমগ্ৰ অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন রাই।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ