সম্প্রতি মুক্তি পেতে চলেছে ভাগার
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সম্প্রতি আলোড়ন ফেলে দিয়েছে ভাগার এর প্রথম কয়েকটি character reveal poster, Final পোস্টার আর চমকপ্রদ ও ভিন্ন ধারার ট্রেলারও। SKYPAN'S COMMUNICATION প্রযোজিত ওয়েব সিরিজ সম্প্রতি মুক্তি পেতে চলেছে BHAGAR। যা ইতিমধ্যে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে গোটা বাংলায়। রাজদীপ ঘোষ পরিচালিত বাংলা ওয়েব সিরিজ এই ভাগার জুড়ে থাকছে ২০১৮ সালের সেই শিহরণ জাগানো ঘটনার কথা। এই ছবির সহযোগী পরিচালনা করেছেন রোহিত দে। এছাড়াও সহকারী পরিচালক রূপক, বাণী , মুনমুন, রাজিব। এই ছবিটির গোটা কাহিনী চিত্রনাট্য এবং সংলাপে রয়েছেন অম্লান মজুমদার। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সভ্যসাচী চৌধুরী , রজতাভ দত্ত , ঐন্দ্রিলা শর্মা, অম্লান মজুমদার , বিপ্লব ব্যানার্জি, প্রীতম দাস , পূজা সরকার, গার্গী দাস, শক্তি দে , মৌ ভট্টাচার্য , সুমন্ত মুখার্জী। ২০১৮ সালে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা। আর সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন। তারপর থেকেই ভীতু, শিরদারাহীন , গোবেচারা নিম্নবিত্ত মানু...