Posts

২৩তম এশিয়া মহাদেশীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সাফল্য কোন্নগরের ছেলের

Image
  পুলক চক্রবর্তী, কোন্নগর : প্রতিযোগীতার ক্যাডেট, জুনিয়র এবং অনূর্ধ্ব- ২১ বিভাগের আশোর বসেছিল, ৫- ৭ সেপ্টেম্বর ২০২৫ চিনের শওগুয়ান শহরে। ঠিক প্রতিযোগিতার আগের মুহূর্তে - ১ থেকে ৩ সেপ্টেম্বর ২০২৫ ওই একই জায়গাতে শুরু হয়েছিল এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারকের পরীক্ষা। আর সেখান থেকে আমাদের হুগলি জেলার - কোন্নগরের এক কৃত্তি সন্তান তারকনাথ সর্দার রেফারি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বাংলা তথা ভারতবর্ষের মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান।তারকনাথ সর্দার ক্যারাটে সম্বন্ধে কথা বলতে উনি জানান যে, "হুগলি জেলা ক্যারাটে যে অথেনটিক অ্যাসোসিয়েশন আছে, যেটা কিনা রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত। হুগলি ক্যারাটে অ্যাসোসিয়েশন এর উনি প্রতিষ্ঠাতা ২০০৮ সালে।" উনি আরো বলেন যে, "হুগলি জেলার ক্লাব ক্যারাটে এবং স্কুল ক্যারাটে এই দুটোতেই ওনার ছাত্র ও ছাত্রীরা প্রথম হুগলি জেলা থেকে জাতীয় স্তরে গিয়ে মেডেল নিয়ে এসেছে।" উনি আরও জানান,"সমগ্র বাংলা থেকে ৫ জন জাজ পরীক্ষায় বসেছিলেন কিন্তু শুধু তারকবাবু একাই উত্তীর্ণ হন। ভারতের মোট ২৯ ...

হুগলিতে সারা বাংলা ওপেন তাইকোণ্ড প্রতিযোগিতা

Image
  পুলক চক্রবর্তী, কোন্নগর : হুগলির বৈঁচিতে অনুষ্ঠিত হল দু'দিনব্যাপী ষষ্ঠ ওপেন তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ। উদ্যোক্তা বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো আয়োসিয়েশন।  এদিন রাজ্যের ১৭ টি জেলা থেকে ৩৭০ জন প্রতিযোগী ওই অংশগ্রহণ করে। প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা করেন কোরিয়ান গ্র্যান্ড মাস্টার জিয়ং কুক সিয়ং, হ্যাপকিডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ নিশীথ নাথ পান্ডে, বেঙ্গল অ্যামেচার তাইকোন্ডো আয়োসিয়েশনের সভাপতি অসিত চ্যাটার্জি সহ বিশিষ্টরা। প্রতিযোগিতা উপলক্ষে রবিবার ছুটির দিন সকাল থেকেই যেন চাঁদের হাট বসে বৈঁচিতে। প্রতিযোগীদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও উপস্থিত হন বৈঁচি স্টেশন সংলগ্ন ব্লু স্টার ক্লাব প্রাঙ্গণে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা হয়। সন্ধ্যার সময় বিভিন্ন বিভাগে জয়ীদের পুরস্কৃত করা হয়।

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

Image
  পুলক চক্রবর্তী, উত্তর পাড়া: উত্তরপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির এবং পৌর মাতা মানসী সিংহের উদ্যোগে ১৪তম রক্তদান শিবির বিড়লা মোড়, মাখলা, ইডেন প্লাজা কমিউনিটি হলে রবিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজ্যজুড়ে চলতে থাকা রক্তের সংকট কাটাতেই এই উদ্যোগে সামিল হন সকলে। এই শিবিরে মোট ১২০ জন রক্ত দেন। এদের মধ্যে ৩০ জন মহিলা ও ছিলেন। রক্তদাতাদের মধ্যে রক্ত দানের জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে মুমূর্ষ রোগীদের স্বার্থে সাধারণ মানুষকে রক্ত দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য পেশ করেন ২২ নম্বর ওয়ার্ড কমিটির নেতা মানিক সিংহ, উত্তরপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্রীমতি মানসী সিংহ ,উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব, পৌরসভার কাউন্সিলর উৎপলাদিত্য ব্যানার্জি এবং ইন্দ্রজিৎ ঘোষ , পৌরসভার কাউন্সিলর অর্ণব রায় ও উত্তরপাড়া থানার আইসি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে রক্তদান শিবির। অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক, মিষ্টির প্যাকেট দিয়ে বরণ করেন মানিক সিংহ মহাশয় ও শ্রীমতি মানসী সিংহ। সমগ্র রক্...

পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজোয় এবার জলছবি

Image
  শুভ ঘোষ ,কলকাতা : এবার পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজোয় এসেছে এক অভিনব উদ্যোগ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল সংরক্ষণ প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে তাদের থিম রাখা হয়েছে ‘জলছবি’। বড় বড় ঘুড়িতে লেখা হয়েছে জল বাঁচানোর স্লোগান। আকাশ ভরে উঠেছে নানা রঙের ঘুড়িতে,প্রতিটিতেই জল সচেতনতার বার্তা। বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে এই বিশেষ উদ্যোগ ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।ছোট ছোট শিশুরা উচ্ছ্বাসে ঘুড়ি ওড়াচ্ছিল,আর তাদের হাতে থাকা ঘুড়ির স্টিকারে ফুটে উঠছিল পরিবেশ বাঁচানোর ডাক।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে,পুকুরের জলে ভাসমান মণ্ডপই এ বছরের আকর্ষণ,যা প্রতীকীভাবে মানুষকে জল রক্ষার গুরুত্ব মনে করিয়ে দেবে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ক্লাবের সম্পাদক সন্দীপ রঞ্জন বক্সী। সঙ্গে ছিলেন ক্লাবের সম্পাদক দেবরাজ রায়চৌধুরীও।সন্দীপবাবু জানান,আমরা চাই এলাকার মানুষকে জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে। আগামী প্রজন্মের জন্য জল বাঁচানো এখন সময়ের দাবি। পদ্মপুকুর এলাকায় এই উদ্যোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে।ঘুড়ির মতো সহজ মাধ্যমকেই ব্...

ডোর টু ডোর ভোটার কার্ড ভেরিফিকেশন কংগ্রেসের

Image
  নিজস্ব প্রতিবেদন, মালদা : জাতীয় রাজনীতিতে SIR নিয়ে প্রতিদিন তোলপাড় হচ্ছে গোটা দেশে। জাতীয় কংগ্রেসের (Congress) কেন্দ্রীয় কমিটির নেতা রাহুল গান্ধীর ( Rahul Gandhi )  বিহার জুড়ে যে মিছিল তাতে উপচে পড়া জনমানসের ভিড় এবং SIR এর বিরুদ্ধে প্রতিবাদ দেশের মানুষের নজর কেড়েছে।   SIR এর মাধ্যমে বিহারে (Bihar) লক্ষ্য লক্ষ্য মানুষের ভোটার তালিকায় নাম বাতিল। লক্ষ্য করা গেছে বেশীরভাগ পিছিয়ে পড়া মানুষের ভোটার তালিকায় (Voter List)  নাম নেই। অসংখ্য বৈধ ভোটারদের মৃত বলে ঘোষণা করা হয়েছে বলে রাহুল গান্ধী তুলে ধরেছেন।  এবার সকলের নজর পশ্চিম বঙ্গের দিকে।  ছাব্বিশে বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গে (West Bengal ) SIR হতে চলেছে এমনটাই সূত্রের খবর।   রাহুল গান্ধীর ও যুব কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ডোর টু ডোর অর্থাৎ বাড়ি বাড়ি ভোটার তালিকা ভেরিফিকেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রঘুনাথগঞ্জ ১নং ব্লক যুব কংগ্রেস ও জঙ্গীপুর টাউন যুব কংগ্রেসের উদ্দ্যোগে ভোটার তালিকা ভেরিফিকেশন কর্মসূচি গ্রহণ করা। এদিন যুবরা ১২নং ওয়ার্ডের ১৬৬ নং বুথের মহম্মদপুরে বাড়ি বাড...

আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমানত স্কলারশিপ বিতরণ

Image
  শুভ ঘোষ, কলকাতা :    কলকাতায় সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে এবং ইটার্নাল-স্কাই ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক বিশেষ ক্যারিয়ার গাইডেন্স সেশন ও আমানত স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান।সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী,অভিভাবক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় কৃতী ছাত্র হাফেজ আবু ওসামার আরবি কুরআন তিলাওয়াতের মাধ্যমে। বাংলা ও ইংরেজি তর্জমা যথাক্রমে জালালউদ্দিন আহমেদ ও আস্তানা পারভীন পরিবেশনা করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম,উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ,কো-অর্ডিনেটর জিয়ারুল লস্কর, এমআইএস কো-অর্ডিনেটর আরিফ নাসরুল্লাহ,ট্রেজারার সাহিদ হোসেন সিদ্দিকী, ইটার্নাল স্কাই ফাউন্ডেশনের চেয়ারম্যান খালিদ ফাজলুল্লাহ, জনসেবা...

সাইকেলের চাকা গড়াল ১২.৫ লক্ষ এর লক্ষ্যে

Image
  ঈশানি মল্লিক, কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী প্রকল্প "সবুজ সাথী "। আজ পূর্ব বর্ধমানের বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ১১ তম ফেজের উদ্বোধন করলেন। আজ প্রথম দিনেই ৫ হাজার পড়ুয়াকে সাইকেল প্রদান করা হয়েছে। এই নতুন ফেজে প্রায় ১২.৫ লক্ষ ছাত্র ছাত্রীকে সাইকেল দেওয়া হবে।  বিগত ২০১৫-১৬ অর্থবর্ষে উচ্চতর শিক্ষাকে কেন্দ্র করে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। বিগত ১০ টি ফেজে অর্থাৎ ১০ বছরে এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ এর বেশি ছাত্র ছাত্রী এই প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পেয়েছেন। এখনো পর্যন্ত সরকার এই খাতে ৪৭৯০ কোটি টাকা ব্যয় করেছে।  পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারী স্কুল, সরকার পোষিত স্কুল ও মাদ্রাসা স্কুলের নবম শ্রেনীর পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। মূলত, উচ্চশিক্ষা বিশেষ করে মেয়েরা যাতে বৃহত্তর শিক্ষার থেকে বঞ্চিত না হয়, স্কুল ছেড়ে পড়ুয়ারা যাতে শিক্ষা বিমুখ না হয়ে পড়ে --- সমস্ত বিষয়ের দিকে খেয়াল ...

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

Image
  ঈশানী মল্লিক, মদনপুর : গত কয়েক দিন আগেই মনসা মায়ের পুজো সম্পন্ন হল। আবারও আগামী বিশ্বকর্মা পুজোর সময় মা মনসার পুজো আসছে। এছাড়া সারা বছরই এই দেবীর পুজো করা হয়। পুজোর আগে এই পুজোর মাহাত্ম্য রইল। মনসা দেবী হলেন লোকবিশ্বাসের এক প্রাচীন দেবী, যিনি সাপের দেবী হিসেবে পরিচিত। বাংলার লোককথা, মঙ্গলকাব্য ও গ্রামীণ আচার-অনুষ্ঠানে মনসা দেবী বিশেষভাবে পূজিত হন। দেবী মনসাকে সাধারণত সাপের আভাসে বা মাথায় ফণাযুক্ত সাপসহ চিত্রিত করা হয়। তাঁর পূজা মূলত সাপের দংশন থেকে রক্ষা, পরিবার ও সন্তানের মঙ্গল, কৃষিক্ষেত্রে সমৃদ্ধি এবং বংশবৃদ্ধির আশীর্বাদ লাভের উদ্দেশ্যে করা হয়। মনসা পূজার ইতিহাস প্রাচীন শিকড়: মনসা দেবীর পূজা আর্য-অনার্য যুগের মিলিত প্রভাবে গড়ে উঠেছে। গ্রামীণ সমাজে যেখানে সাপের উপদ্রব ছিল প্রবল, সেখানে সাপদেবীকে রুষ্ট না করতে বা সাপের ভয় থেকে রক্ষা পেতে এই পূজা শুরু হয়। মঙ্গলকাব্যে মনসা: মনসামঙ্গল কাব্য (বিপ্রদাস, বিজয় গুপ্ত, নারায়ণ দেব প্রমুখ কবিদের রচনা) মনসা দেবীর কাহিনীকে জনপ্রিয় করে তোলে। কাহিনীতে বলা আছে, বেহুলা-লখিন্দর ও চাঁদ সদাগরের কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য। চাঁদ সদাগ...

রাজরাজেশ্বরী সেবা মঠে রাধাষ্টমী উৎসব পালন

Image
পুলক চক্রবর্তী, কোন্নগর: কোন্নগরে রাজরাজেশ্বরী সেবা  মঠে রাধা অষ্টমী উৎসব উপলক্ষে সকাল থেকেই পূর্ণার্থীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূণ্যার্থীর সংখ্যা আরো বাড়তে থাকে। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণার্থীদের নিরাপত্তার সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। শ্রীমতি রাধা রানীর আবির্ভাব মহোৎসব রাধা অষ্টমী পালন করা হচ্ছে। মন্দির প্রাঙ্গণ ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন, দুজনেই সমান, যেমন দুধ এবং তার ধবলত্ব, অগ্নি এবং তার দাহিকা শক্তি, যেমন অভেদ করা যায় না তদরুপ রাধা কৃষ্ণ এক আত্মা দুই তনুধারী। ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন লীলা বিলাসের জন্য। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর ভালোবাসা তার প্রতি যে আকর্ষণ সেটি ছিল বিশুদ্ধ প্রেম। শ্রীমতি রাধারানী কে ভোগ দেওয়া হয় মন্দির খোলা থাকে সারারাত। সেবা মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সচিচৎ স্বরূপ এবং শ্রীধর দ্বিবেদী  বলেন, প্রতিবছর রাধা অষ্টমী পূজোয় কয়েকশত ভক্তের সমাগম হয় মন্দিরে। রাধারানী কে ভোগ নিবেদনে ছিল দুধ, দই, মাখন, মোহনভোগ, পায়েস, চাটনি, পোলাও, বাসন্তী পোলাও, মধু, আতা ফল, বিভিন্ন রকমের ফল ,মিষ্টি, খিচুড়ি, ত...

মায়াপুর ইসকনে মহাসমারোহে পালিত হল রাধাঅষ্টমী মহোৎসব

Image
  পুলক চক্রবর্তী, কোন্নগর: ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রীয় শ্রীমতি রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব রাধা অষ্টমী যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতিনীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমক সহকারে পালন করা হয়। রসিক গৌরাঙ্গঁ দাস জনসংযোগ আধিকারিক ইসকন শ্রী মায়াপুর বলেন, রবিবার শ্রীমতি রাধারানীর আবির্ভাব মহোৎসব রাধা অষ্টমী পালন করা হচ্ছে। মন্দির প্রাঙ্গণ ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে, জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের বহু ভক্তই উৎসবে অংশগ্রহণ করেছেন। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন, দুজনেই সমান, যেমন দুধ এবং তার ধবলত্ব, অগ্নি এবং তার দাহিকা শক্তি, যেমন অভেদ করা যায় না তদরুপ রাধা কৃষ্ণ এক আত্মা দুই তনুধারী। ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন লীলা বিলাসের জন্য। যেমন ক্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র লীলা সঙ্গিনী রূপে সীতা দেবীকে নিয়ে আবির্ভূত হয়েছিলেন ,দ্বাপর যুগে পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী অবতীর্ণ হয়েছিলেন। ত্রিতাপ দগ্ধ দুঃখ জ্বালায় জর্জরিত জীবের নিজ স্বরূপ ভ্রষ্ট জীব সমুহকে পরম অমৃতময় পথে...

কোন্নগরে মাদার মেরি পাবলিক হাইস্কুলে শিক্ষক দিবস পালন

Image
  পুলক চক্রবর্তী: কোন্নগর:   সর্বপল্লী ডাক্তার রাধা কৃষ্ণান রায়ের জন্মদিন। ১৮৮৮ সালে ৫সেপ্টেম্বর ম্যাড্রাসে জন্মগ্রহণ করেছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ রায়। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়। কোন্নগরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশাই অটো স্ট্যান্ড এর কাছে নৈটি রোডের ওপর মাদার মেরি পাবলিক হাই স্কুলের পক্ষ থেকে অরুণ মিশ্রার উদ্যোগে। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ছাত্র ছাত্রীরা আবৃতি, নিত্য, গান পরিবেশন করেন। কোন্নগরের মাদার মেরি পাবলিক হাই স্কুলের কেক কেটে, ফুলের মালা পরিয়ে, মিষ্টির প্যাকেট বিতরণ করে দিনটি পালন করা হয়। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রপতি। এবার তার ১৩৮ তম জন্মদিন পালন হচ্ছে সাড়ম্বরে। দেশব্যাপী এই দিন দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। শিক্ষকরা জাতির মেরুদন্ড তাই শিক্ষক কুলকে সম্মান জানাতে কোন্নগরে মাদার মেরি হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা নানান অনু...

মহিলাদের স্বনির্ভরতায় বিশেষ উদ্যোগ হাওড়ায়

Image
শুভ ঘোষ,হাওড়া : হাওড়া জেলার বাগনান মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গরিব অসহায় পিছিয়ে পড়া মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়। কোনো উপহার দিয়ে নয়। আগামীতে নিজেদের পরিচয় তৈরি করবার বার্তা দিয়ে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে বিনামূল্যে সেলাই শেখানো হয়। ‌  ‌ হাওড়া জেলার বাগনান খাঁজুটি বাদশা মোড়ে অবস্থিত মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্ট স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে মহিলাদের সাবলম্বী করার জন্য ৩০ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। গত কয়েক বছর ধরে গরীব মহিলাদের সাবলম্বী জন্য সেলাই মেশিন দেন। এখনো পর্যন্ত ৭০০ জন মহিলারা উপকৃত হয়েছেন।মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ফ্রিতে টেলারিং স্কুলের কাজ শেখানো হয় এছাড়া ফ্রিতে ছোট শিশুদের শিক্ষার প্রসারের জন্য স্কুলের ব্যবস্থা করেন। মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্ট ডাইরেক্টর সামিনা মল্লিক, মোস্তফা মোজাস্মেল মল্লিক,আলী হোসেন মল্লিক সহ আরো অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের পাশে থাকতে পেরে খুবই খুশি বলে জানান মল্লিক ওয়েলফেয়ার...

কোন্নগর রাজারেশ্বরী মন্দিরে জগৎগুরু শ্রীশ্রী শংকরাচার্যগুরুদেবের জন্ম উৎসব পালন

Image
পুলক চক্রবর্তী, কোন্নগর: হুগলি জেলার বিখ্যাত রাজেশ্বরী মাতার মন্দিরে ধুমধাম সহকারে পালিত হলো পরম পূজনীয় জগৎ গুরু শ্রী শ্রী শঙ্করাচার্য গুরুদেবের ১০২তম জন্ম মহোৎসব তথা আবির্ভাব দিবস। উক্ত দিবসে সমগ্র মন্দির প্রাঙ্গণ এবং মন্দির গর্ভ গৃহ ফুল ঝান্ডা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সুসজ্জিত করা হয়। উক্ত দিবসে মন্দিরের  দেবী জগদম্বা শ্রী রাজরাজেশ্বরী মাতা কে লাল বেনারসি এবং মুক্ত খচিত  স্বর্ণালংকারে সুসজ্জিত করা হয়। সকাল থেকে চলে থাকে গুরুনাম সংকীর্তন ।সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করা হয় গুরুদেবের মূর্তির সামনে এবং মাতা রাজেশ্বরী মূর্তির সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করা হয় ও  গুরুদেব কে সহস্রধরনের ফল নিবেদন করা হয় ও অভিষেক করানো হয় স্বরূপেস্বর শিবলিঙ্গের। প্রাথমিক পর্যায়ে শ্রী গনেশজি ও শৃং যন্ত্রের বিশেষ পূজা করা হয় অভিষেক।  গুরুদেবের মূর্তিতে সহস্ত্র এক বিল্লোপত্রের মালা ও দুর্বার মালা এবং সহস্র এক পদ্মের মালা পড়িয়ে উক্ত দিবসের গুরুদেবের পাদুকার বিশেষ পুজা করা হয়।  দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ দলে দলে উপস্থিত হয় মন্দির প্রাঙ্গণে গুরুদেবের আরাধনা ও রাজ অভিষেকে সামিল ...

মাসে ৫০০০ টাকা ভাতা , ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
নিজস্ব প্রতিবেদন, নবান্ন : কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা সংঘাতের আবহের মাঝে নবান্ন থেকে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকেরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে, বাঙালি-বিদ্বেষের আবহে আগেই সেই ঘোষণা করেছিলেন তিনি। তবে আজ সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বলা হয়।   তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে। তাঁরা বাংলায় ফিরে শ্রমশ্রীতে আলাদা করে নিজেদের নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে। একবছর কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য ৫০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের।   বিধানসভা ভোটের আগে ভিনরাজ্যে বাংলার যেই সমস্ত শ্রমিকদের অত্যাচারের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠছে তাদের রক্ষা করার ক্ষেত্রে কল্পতরু হয়ে ভুমিকা পালন করবেন তিনি। এতে খুসি এবং উপকৃত হবেন পরিযায়ী শ্রমিক পরিবারও। জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা

বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন

Image
নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদ : বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসুচী পালন করা হয়। কান্দি মাস্টার প্ল্যান সংস্কার , বালিখাটে অবৈধ কাজ বন্ধ , পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং রাজ্যে ক্রমবর্ধমান সন্ত্রাসের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে জেলার বিডিও অফিসের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা শেষে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও । এছাড়াও জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তীও উপস্থিত ছিলেন।   এদিনের প্রতিবাদ সমাবেশে মূলত  বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরা হয়। যেমন,   কান্দি মাস্টার প্ল্যানের অধীনে সমস্ত মেরামতির কাজ সম্পন্ন করা এবং অবৈধ বালিঘাট ও বিএলও র দালালচক্র বন্ধ করা। এছাড়া , বক্তারা পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়ার দাবি জানান।   বিক্ষোভ সমাবেশে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী । তিন...

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক

Image
  ঈশানী মল্লিক ,কলকাতা : হাতে গোনা মাত্র আর কয়েক সপ্তাহ। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। যার জন্যে গোটা এক বছর ধরে জমে অনেক পরিকল্পনা সাথে উন্মাদনাও। খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবার দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এদিন রবীবাসরীয়র সকাল থেকে নিয়ম নিষ্ঠা মেনে সকল উদ্যোক্তারা সামিল হন পুজোর প্রস্তুতিতে। ঢাকের বাদ্য , শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধুর সুরে জমে উঠল মহিলা পরিচালিত পল্লিশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজামণ্ডপ এর প্রাঙ্গণ। পূজার্চনার মঙ্গলধ্বনি , ভক্তজনের অর্ঘ্য নিবেদন আর প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এবছরের দুর্গোৎসবের প্রস্তুতি।   শাস্ত্র মতে , পূজামণ্ডপ নির্মাণের পূর্বে এই খুঁটি পুজো শুভ সূচনার প্রতীক। সেই মত এই আয়োজন। সেখানে এলাকার মানুষেরাও সামিল হন। কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস সহ এই দিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএবি মেডিকেল বোর্ডের চেয়ারম্যান প্রদীপ কুমার দে সহ বহু বিশিষ্ট ব্যাক্তিওত্...