২৩তম এশিয়া মহাদেশীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সাফল্য কোন্নগরের ছেলের

পুলক চক্রবর্তী, কোন্নগর : প্রতিযোগীতার ক্যাডেট, জুনিয়র এবং অনূর্ধ্ব- ২১ বিভাগের আশোর বসেছিল, ৫- ৭ সেপ্টেম্বর ২০২৫ চিনের শওগুয়ান শহরে। ঠিক প্রতিযোগিতার আগের মুহূর্তে - ১ থেকে ৩ সেপ্টেম্বর ২০২৫ ওই একই জায়গাতে শুরু হয়েছিল এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারকের পরীক্ষা। আর সেখান থেকে আমাদের হুগলি জেলার - কোন্নগরের এক কৃত্তি সন্তান তারকনাথ সর্দার রেফারি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বাংলা তথা ভারতবর্ষের মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান।তারকনাথ সর্দার ক্যারাটে সম্বন্ধে কথা বলতে উনি জানান যে, "হুগলি জেলা ক্যারাটে যে অথেনটিক অ্যাসোসিয়েশন আছে, যেটা কিনা রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত। হুগলি ক্যারাটে অ্যাসোসিয়েশন এর উনি প্রতিষ্ঠাতা ২০০৮ সালে।" উনি আরো বলেন যে, "হুগলি জেলার ক্লাব ক্যারাটে এবং স্কুল ক্যারাটে এই দুটোতেই ওনার ছাত্র ও ছাত্রীরা প্রথম হুগলি জেলা থেকে জাতীয় স্তরে গিয়ে মেডেল নিয়ে এসেছে।" উনি আরও জানান,"সমগ্র বাংলা থেকে ৫ জন জাজ পরীক্ষায় বসেছিলেন কিন্তু শুধু তারকবাবু একাই উত্তীর্ণ হন। ভারতের মোট ২৯ ...