শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সার্কেলের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে বিশেষ সভা
শুভ ঘোষ, কলকাতাঃ 2 ডিসেম্বর2020 কলকাতা প্রেস ক্লাবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সার্কেলের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সার্কেলের (প্রেসিডেন্ট )সুব্রত মুখার্জি, সেক্রেটারি ইন্দ্রজিৎ ব্যানার্জি, পদ্মশ্রী খেতাব কাজি মাসুম আক্তার, শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সার্কেলের মেম্বার সূর্য ব্যানার্জি আরো বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।১ এক নম্বর শিয়ালদা রেলওয়ে স্টেশন নাম পরিবর্তন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী টার্মিনাল করার প্রস্তাব।২ নম্বর তদন্ত কমিশন গঠন করতে হবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রহস্যজনক মৃত্যু সম্পর্কে।৩ নম্বর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতির উদ্দেশ্যে শিল্প এবং নিগন গড়ে তুলতে হবে। ৪ নম্বর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মাকেজম্মু কাশ্মীর থেকে কলকাতাতে রথে করে আনার ব্যবস্থা করতে হবে এই মুল বিষয় গুলি বক্তব্য রাখা হয়।
Comments
Post a Comment